Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

এস৬-এর চেয়ে সস্তা হবে এস৭

নভেম্বর ১১, ২০১৫, ০৮:৪২ এএম


এস৬-এর চেয়ে সস্তা হবে এস৭

   সস্তা স্মার্টফোন নির্মাতাদের টেক্কা দিয়ে স্মার্টফোনের বাজারে টিকে থাকতে গ্যালাক্সি এস৬-এর তুলনায় কম দামে গ্যালাক্সি এস৭ বাজারজাত করতে পারে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। সম্প্রতি এই ভবিষ্যৎবাণী করেছেন চীনের এক বাজার বিশ্লেষক, পান জিউতাং।

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, গ্যালাক্সি এস৬ এর তুলনায় গ্যালাক্সি এস৭-এর দাম ১০ শতাংশ কম হতে পারে বলে ভবিষ্যৎবাণী করেছেন জিওতাং।

স্যামসাং সত্যিই গ্যালাক্সি এস৭-এর দাম কমালে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না বলে মন্তব্য করেছে সিনেট। চলতি বছরের জুলাইয়ে গ্যালাক্সি এস৬ এবং এস৬ এজ-এর দাম পুনঃনির্ধারণের ঘোষণা দিয়েছিল স্যামসাং।

স্যামসাং সাম্প্রতিক সময়ে স্মার্টফোনে বাজারে কিছুটা হলেও বিপাকে পরেছে বললে ভুল বলা হবে না। চীনের সস্তা স্মার্টফোন নির্মাতাদের বিপরীতে পেরে উঠতে অনেকটাই বেগ পেতে হচ্ছে স্যামসাংকে।

এক্ষেত্রে সাশ্রয়ী দামে ফ্ল্যাগশিপ স্মার্টফোন বিক্রি করে বিক্রির পরিমাণ বাড়াতে পারলে তা স্যামসাংয়ের জন্যেই ইতিবাচক হবে বলে জানিয়েছে সিনেট।  

অন্যদিকে বছরের তৃতীয় প্রান্তিকে এসে বিক্রি বেড়েছে স্যামসাং স্মার্টফোনের। বিক্রি বেড়েছে গ্যালাক্সি নোট ৫, এস৬ এজ প্লাস, গ্যালাক্সি এ এবং গ্যালাক্সি জে মডেলগুলোর।