Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

বাংলাদেশের প্রথম ই-কমার্স ডিরেক্টরি

নভেম্বর ১৭, ২০১৫, ০৭:০৭ এএম


বাংলাদেশের প্রথম ই-কমার্স ডিরেক্টরি

  যারা অনলাইনে কেনাটাকা করেন তাঁদের জন্য সুখবর। কোন সাইটে কি পাওয়া যায় এ নিয়ে আর খোঁজা খোঁজি করতে হবেনা। এনএস হাট এর উদ্যোগ বাংলাদেশে প্রথমবারের মতো বৃহত্তর পরিসরে তৈরী হয়েছে ওয়েব ভিত্তিক এই ই-কমার্স ডিরেক্টরি। এখানে পাওয়া যাবে বাংলাদেশের সব ই-কমার্স ওয়েবসাইটের পণ্য-শ্রেণী ভিত্তিক তালিকা, সংশ্লিষ্ট সাইটগুলোর বিবরণ, যোগাযোগের ঠিকানা, ওয়েবসাইটের ঠিকানা, ক্রেতাদের মতামত, অনলাইন চ্যাট সার্ভিস এবং সেই সাথে থাকছে আরো অনেক অনেক চমক।

ক্রেতা আসলে জানেই না কোথায় কি পাওয়া যায়। বিজ্ঞাপন আর পরিচিতজনদের কাছ থেকে শুনে ক্রেতা সিদ্ধান্ত নেন কোন পণ্যটি কোন সাইট থেকে কিনবেন। ফলে যাদের প্রোমশনের জন্য বড় বাজেট থাকে বা যারা খুব বেশি মাত্রায় প্রচারণা চালান, সে সব প্রতিষ্ঠার পণ্য বিক্রয় হচ্ছে বেশি আর ক্ষুদ্র বা মাঝারী ই-কমার্স ব্যবসায়ীরা ভোগেন বিক্রয় মন্দায়। তারাও এ সামাধান পাবেন এই সমস্যা থেকে। ফলে ক্ষুদ্র বা মাঝারী ই-কমার্সগুলোর বিক্রয় বাড়বে। ওয়েবসাইট : www.nshut.com