Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ বন্ধ

নভেম্বর ১৮, ২০১৫, ০৯:১৫ এএম


ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ বন্ধ

    নিরাপত্তার স্বার্থে সারাদেশে সামাজিক যোগাযোগের মাধ্যেম ফেসবুক, হোয়াটস্‌অ্যাপ ও ভাইবার সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশের টেলিযোগাযোগ কর্তৃপক্ষ টিআরসি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব বন্ধ থাকবে। বিটিআরসির দায়িত্বশীল একটি সূত্র এই তথ্য জানিয়েছে।

কিছুদিন আগে সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, সব ভালো কাজের কিছু খারাপ দিক আছে। আজ ডিজিটাল বাংলাদেশের সুফল মানুষ পাচ্ছে। এ সুযোগ ব্যবহার করে কিছু কিছু মানুষ ক্রাইম করছে। দুর্ভাগ্য হলো কিছু লোকের মন্দ কাজের জন্য অনেক সময় ভালো মানুষ কষ্ট পায়। তাই সন্ত্রাসী জঙ্গিদের ধরার জন্য প্রয়োজন হলে কিছুদিনের জন্য হলেও ভাইবার, হোয়াটসঅ্যাপ বন্ধ করা হবে।

তিনি বলেন, সন্ত্রাসীদের ধরতে প্রয়োজন হলে এটি করতে হবে। এটা করা দরকার। যখন প্রয়োজন হবে, আমি এটা বন্ধ করব। বন্ধ করে সন্ত্রাসীদের ধরার চেষ্টা করা হবে।