Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

ফোল্ডেবল আইফোন নিয়ে অ্যাপলের কাজ শুরু

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

জানুয়ারি ১৮, ২০২১, ০২:৪৫ পিএম


ফোল্ডেবল আইফোন নিয়ে অ্যাপলের কাজ শুরু

আগামী বছর বাজারে ফোল্ডেবল আইফোন আনতে প্রাথমিক ধাপের কাজ শুরু করেছে বিশ্বখ্যাত মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। ইতোমধ্যেই তাদের ল্যাবে ফোল্ডেবল ডামি স্ক্রিনের পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। তবে অ্যাপল আপাতত ডিভাইসটির ডিসপ্লে নিয়ে কাজ করছে। খবর ব্লুমবার্গ।

ব্লুমবার্গ এর প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে যে ফোল্ডেবল স্ক্রিন উন্নয়ন করেছে তা অনেকটা স্যামসাং, হুয়াওয়ে ও মটোরোলা ডিভাইসে ব্যবহৃত ফোল্ডেবল স্ক্রিনের মতো। তবে অ্যাপল এখন ‘অদৃশ্য কব্জা’ দিয়ে ফোল্ডেবল স্ক্রিন তৈরির চেষ্টা করছে, যা চারদিকে প্রসারিত করা যাবে। আইফোন ১২ প্রো ম্যাক্সের মতো এই ফোল্ডেবল ফোনটির স্ক্রিনও হবে ৬.৭ ইঞ্চি। যার স্ক্রিনের নিচে লুকানো থাকবে হিঞ্জ।

সব কিছু ঠিক থাকলে ২০২২ সালেই ফোল্ডেবল আইফোনের দেখা মিলতে পারে। তবে কারিগরি কোনো সমস্যা হলে ফোল্ডেবল আইফোন নির্মাণের প্রকল্প বাতিলও করতে পারে প্রতিষ্ঠানটি। 

[media type="image" fid="106351" layout="normal" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

তবে, নতুন পণ্য বিষয়ে আগাম তথ্য প্রকাশ এড়িয়ে চলার ট্রেন্ড ধরে রেখে ফোল্ডেবল আইফোন বিষয়েও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি অ্যাপল। 

ইতোমধ্যেই হুয়াওয়ে, স্যামসাং ও মটোরোলা একাধিক প্রজন্মের ফোল্ডেবল ফোন উন্মোচন করেছে। তবে এ ফোনগুলোতে অনেক ত্রুটি থাকার অভিযোগ পাওয়া গেছে। এক্ষেত্রে অ্যাপল কিছুটা সময় নিয়ে গ্রাহকদের হাতে উন্নত ফোল্ডেবল আইফোন পৌঁছে দিতে আগ্রহী।

আমারসংবাদ/এমএ