Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪,

করোনা আক্রান্তের ফলে ক্ষতিগ্রস্ত স্পার্ম

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২১, ১০:৪০ এএম


করোনা আক্রান্তের ফলে ক্ষতিগ্রস্ত স্পার্ম

করোনা ভাইরাস যাদের শরীরে বাসা বেধেছে তাদের দেহে স্পার্মও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্রান্সের একদল গবেষকের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

ওই গবেষকরা জানিয়েছেন, এমনও হতে পারে তাদের শরীর থেকে যে স্পার্ম বেরিয়ে আসবে তাতে করোনার ভাইরাস ঘুমন্ত অবস্থায় থাকবে। ফলে আগামী সন্তানের দেহে তা সক্রিয় হিসাবে থাকবে। শুধু তাই নয়, যে নারীর দেহে এই স্মার্ম থাকবে তার দেহেও অতি সহজে করোনার প্রবেশ ঘটবে।

করোনা থেকে যারা সুস্থ হয়েছেন তাদের ওপর তারা একটি পরীক্ষা করছেন সেখানেই এই বিষয়টি তাদের নজরে এসেছে। দেখা গিয়েছে, বেশিরভাগ মানুষের দেহের স্পার্মে করোনার ভাইরাসের উপস্থিতি রয়েছে। তবে সে ঘুমন্ত অবস্থায় রয়েছে। করোনার ফলে মানবদেহে হার্ট, কিডনি, লিভারের ক্ষতি হওয়ার কথা সকলেই জানেন। নতুন এই সমস্যার ফলে সকলেই এবার বাড়তি চিন্তিত।

চিকিৎসকরা জানিয়েছে, করোনার অবাধ গতি ছিল দেহের সর্বত্র। তাই মানবদেহের স্পার্মেও এই ভাইরাস থাকতে পারে।

আমারসংবাদ/জেআই