Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

ডিজিটাল নিরাপত্তা আইন: যা লিখলেন জয়

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১১, ২০২১, ০৫:২০ এএম


ডিজিটাল নিরাপত্তা আইন: যা লিখলেন জয়

প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এক ফেসবুক পোস্টে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন বিষয়ে কথা বলেছেন। 

সেই ফেসবুক স্ট্যাটাসে ইউরোপীয় দেশগুলোর অনুকরণে আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। 

দেশে যারা ডিজিটাল সিকিউরিটি আইনের বিরোধিতা করেন এতে তাদের সমালোচনা বন্ধ করার পরামর্শ দিয়েছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ইংরেজিতে দেওয়া ওই পোস্টে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ফ্রান্সে অনলাইনে এক পোস্টের মাধ্যমে আইন লঙ্ঘনের অভিযোগে প্রধান সারির এক রাজনৈতিক নেতাকে বিচারের সম্মুখীন করা হয়েছে। আমরা ফ্রান্স ও জার্মানির মতো (যেখানে হেট স্পিচ, হলোকাস্ট ডিনায়েল নিষিদ্ধ) ইউরোপীয় দেশের আদলে আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করেছি।

তিনি আরও বলেন, যারা আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে অভিযোগ করে আসছেন তাদের উচিত তাদের পশ্চিমা প্রভুদের কাছে কান্নাকাটি বন্ধ করা। কারণ সেই বেশিরভাগ পশ্চিমা প্রভুর দেশে একই ধরনের আইন রয়েছে।

সজীব ওয়াজেদ জয় লিখেছেন, কোনো দেশেই বাক স্বাধীনতা বলতে নিরঙ্কুশ কিছু নেই। কারও ক্ষতি করার অধিকার আপনার নেই।

তিনি ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজের একটি প্রতিবেদনের লিংক শেয়ার করেন। প্রতিবেদনটিতে বলা হয়েছে, জিহাদি গ্রুপ ইসলামিক স্টেটের হত্যাযজ্ঞের ছবি পোস্ট করায় সম্প্রতি ফ্রান্সের কট্টর ডানপন্থী নেতা মারিন লু পেনকে বিচারের সম্মুখীন করা হয়েছে। হেট স্পিচ সংক্রান্ত আইন ভাঙার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। যদিও আদালতে উপস্থিত হয়ে বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে সমালোচনা করেছেন তিনি।

বিবিসির প্রতিবেদনটিতে দাবি করা হয়, ২০২২ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে লু পেনকে ডানপন্থি দল দ্য ন্যাশনাল র‌্যালির একজন সম্ভাবনাময় প্রার্থী ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর প্রধান প্রতিদ্বন্দ্বী বিবেচনা করা হচ্ছে।

আমারসংবাদ/জেডআই