Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

১৯ ঘণ্টা ধরে ফেসবুক বন্ধ, জানা গেলো কারণ

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২৭, ২০২১, ০৭:১০ এএম


১৯ ঘণ্টা ধরে ফেসবুক বন্ধ, জানা গেলো কারণ

দেশে প্রায় ১৯ ঘণ্টা ধরে বন্ধ হয়ে আছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এতে করে কেউ ফেসবুকে লগইন করা থেকে শুরু করে মেসেঞ্জারে কিছুই করতে পারছে না। তবে এর মূল সমস্যা কি; আগে থেকে তাও জানানো হয়নি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে।

তবে এবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, দেশে সামাজিক যোগাযোগমাধ্যমের এই প্ল্যাটফর্ম বন্ধ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মূলত তারাই বিষয়টি বলতে পারবে।

এর আগে শুক্রবার (২৬ মার্চ) বিকেল থেকে দেশের ফেসবুক ব্যবহারকারীদের বেশির ভাগই ইউজার তাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছিল না। কেউ কেউ প্রবেশ করতে পারলেও স্বাভাবিক সেবা পাচ্ছিল না।

এবার বিষয়টি নিয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমকে বলেন, এটা আমাদের সিদ্ধান্ত না। এটা আইনশৃঙ্খলা বাহিনী করেছে। তারাই বলতে পারবেন; কেন বন্ধ আছে। আইনশৃঙ্খলা বাহিনী সরকারেরই অংশ। তারা নিঃসন্দেহে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই এটা নিয়ন্ত্রণ করছে।

আমারসংবাদ/জেডআই