Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

এবার ইলেকট্রিক গাড়ি আনছে শাওমি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

এপ্রিল ১, ২০২১, ০৬:১৫ এএম


এবার ইলেকট্রিক গাড়ি আনছে শাওমি

বিদ্যুৎচালিত গাড়ি (ইভি) ব্যবসার ঘোষণা দিয়েছে চীনা বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। এজন্য প্রাথমিকভাবে কোম্পানিটি ১৫০ কোটি ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছে তারা।

বৈদ্যুতিক গাড়ি বাজারে আনার জন্য আগামী ১০ বছরের মধ্যে প্রায় ১ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে শাওমি। বিবিসি সূত্রে এ তথ্য জানা যায়। 

এর আগে চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে এবং সার্চ সেবাদাতা বাইদু স্মার্ট বিদ্যুৎচালিত গাড়ি তৈরির ঘোষণা দেয়। দেশটির বাজারে আগে থেকেই বিদ্যুৎচালিত গাড়ি রয়েছে। বিশ্ববিখ্যাত কোম্পানি শেপেং ও নিও বিদ্যুৎচালিত গাড়ি তৈরি করছে সেখানে। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান টেসলাও বাজারটিতে নিজেদের গাড়ি নিয়ে এসেছে।

স্মার্টফোনের মতো বিদ্যুৎচালিত গাড়ি তৈরির কাজও চুক্তিভিত্তিক উৎপাদককে দিয়ে দেবে শাওমি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে স্মার্টফোনের যন্ত্রাংশ পেতে সমস্যা হচ্ছে হুয়াওয়ের। এ সময়টিতে চীনে দ্রুত বর্ধমান স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হয়েছে শাওমি। 

এ দিকে প্রায় ১০০টির মতো চীনা প্রতিষ্ঠান শাওমির বৈদ্যুতিক গাড়ির বিনিয়োগ কিনতে ইতোমধ্যে আগ্রহ প্রকাশ করেছে। শাওমির এ ঘোষণার ফলে নড়েচড়ে বসেছে চীনের সর্ববৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান গিলিও। বর্তমান বাজারে তাদের মিনি বৈদ্যুতিক গাড়ির মূল্য প্রায় সাড়ে ৪ হাজার ডলার।

আমারসংবাদ/এমএস