Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

ফেসবুক-ইউটিউবের বিজ্ঞাপনে অতিরিক্ত ভ্যাট

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২০, ২০২১, ১২:৫০ পিএম


ফেসবুক-ইউটিউবের বিজ্ঞাপনে অতিরিক্ত ভ্যাট

অনলাইন প্লাটফর্ম ফেসবুক ও ইউটিউবে বিজ্ঞাপন দিতে গ্রাহকদের অতিরিক্ত ১৫ শতাংশ ভ্যাট গুণতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এনবিআর থেকে স্পষ্ট নির্দেশনার অভাবে একজন গ্রাহককে দুই বার ভ্যাট গুণতে হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

গত জুলাই থেকে ফেসবুকের সঙ্গে সরকারের চুক্তি হয়েছে, এখন থেকে তারা দেশে লিয়াজোঁ অফিস খুলে নিজেরাই ভ্যাট কেটে সরকারের কাছে জমা দেবে। কিন্তু এ ব্যাপারে সরকার বা এনবিআর থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে স্পষ্ট কোনো নির্দেশনা না দেওয়ায় ব্যাংকগুলো আগের মতোই ভ্যাট কাটছে। আবার ফেসবুকও বিলের ওপর ভ্যাট কর্তন করে গ্রাহকদের পাঠাচ্ছে। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন গ্রাহক।

এ ব্যাপারে এনবিআরের কর্মকর্তারা জানিয়েছেন, সুনির্দিষ্ট তথ্যসহ আবেদন করা হলে বিষয়টি তারা খতিয়ে দেখবেন।

আমারসংবাদ/আরএইচ