Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

সংক্ষিপ্ত ‘লিংকডইন’ ইউআরএল, সাইবার অপরাধীদের নতুন ফাঁদ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২১, ০২:১০ পিএম


সংক্ষিপ্ত ‘লিংকডইন’ ইউআরএল, সাইবার অপরাধীদের নতুন ফাঁদ

সাইবার অপরাধীরা এবার ই-মেইল অ্যাপ আর ভুক্তভোগীদের বোকা বানাতে ব্যবহার করছে লিংকডইনে সংক্ষেপিত ইউআরএল। 

সাইবার নিরাপত্তা গবেষকরা বলছেন, ব্যবহারকারীদের ভুয়া লিংক দিয়ে তাদের লগ-ইন তথ্য (আইডি ও পাসওয়ার্ড) এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য চুরির কাজে লিংকডইনের ইউআরএল ছোট করার নিজস্ব সেবাটি ব্যবহার করছে অপরাধীরা।

ইউআরএল ছোট করার সেবাটি অপরাধীরা ‘ফিশিং-এর কাজে ব্যবহার করছে বলে নিশ্চিত করেছেন ক্লাউডনির্ভর ই-মেইল নিরাপত্তাদাতা প্রতিষ্ঠান আভানানের গবেষকরা। সাইবার অপরাধীরা ই-মেইলের মাধ্যমে লিংকডইন থেকে সংক্ষেপিত ইউআরএল পাঠায়। লিংকডইনের সেবা ব্যবহার করায়, ইউআরএলটি দেখে নির্ভরযোগ্য মনে হয়। আর ওই ইমেইলে ব্যবহারকারীদের বলা হয়, ওই লিংকে গিয়ে অসম্পূর্ণ তথ্যের ঘরগুলো পূরণ করে আসতে। 

গবেষকরা বলছেন, ‘ওই ইউআরএলগুলো (সংক্ষেপণের পর lnkd.in) লিংকডইনের ইউআরএল সংক্ষেপণ সেবা থেকে পরিবর্তিত হয়ে আসে, তারপর কয়েকটি পেজ ঘুরিয়ে ব্যবহারকারীকে নিয়ে যায় একটি ফিশিং পেজে।’

আমারসংবাদ/আরএইচ