Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

উইন্ডোজ ১১ এর আপডেট ফিচারসমুহ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

অক্টোবর ১, ২০২১, ১২:১৫ পিএম


উইন্ডোজ ১১ এর আপডেট ফিচারসমুহ

সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট উইন্ডোজ ইনসাইডারের জন্য ফাস্ট প্রিভিউ উন্মুক্ত করেছে। নতুন অপারেটিং সিস্টেমটি ইন্টারফেসকে পাল্টে দেবে। মাঝামাঝি অবস্থানে টাস্কবার এবং নতুন ডিজাইনের স্টার্ট মেন্যুর দেখা যাবে। সঙ্গে রয়েছে উন্নত উইন্ডো ব্যবস্থাপনা। 

তবে অধিকতর উন্নত ফিচার যেমন ইন্টিগ্রেটেড মাইক্রোসফট টিমস অ্যাপ এবং অ্যান্ড্রয়েড অ্যাপ সমর্থন পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। যারা উইন্ডোজ ১১ প্রিভিউ বিল্ডের অভিজ্ঞতা নিতে চান তারা উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের সেটিংস থেকে ‘উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রাম’-এর গিয়ে অথবা মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে সাইনআপ করতে পারবেন। 

তবে প্রিভিউ বিল্ড ব্যবহার করতে ব্যবহারকারীর কম্পিউটারকে অবশ্যই উইন্ডোজ ১১-এর ন্যূনতম রিকোয়ারমেন্টস পূর্ণ করতে করতে হবে। মাইক্রোসফটের পিসি হেলথ কম্পাটিবিলিটি অ্যাপ সেটি জানিয়ে দেবে।

আমারসংবাদ/আরএইচ