Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

উন্নয়নের ছোঁয়া লাগেনি ৪৬ সড়কে

প্রিন্ট সংস্করণ॥ আজাদ হোসেন, চুয়াডাঙ্গা

সেপ্টেম্বর ১০, ২০১৭, ০৬:৪৭ এএম


উন্নয়নের ছোঁয়া লাগেনি ৪৬ সড়কে

চুয়াডাঙ্গার সংসদীয়-২ আসনের অন্তর্গত এলাকার জীবননগর, দামুড়হুদা ও চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর, তিতুদহ ইউনিয়নের ৪৬টি সড়কের বেহালদশার কারণে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘ ১০ বছরেও এসব সড়ক মেরামতে কোনোই উদ্যোগ নেয়া হয়নি। সড়কগুলোর মধ্যে জীবননগর উপজেলার পিয়ারাতলা বাসস্ট্যান্ড থেকে খয়েরহুদা মাঠপাড়া, পিয়ারাতলা বাসস্ট্যান্ড থেকে কাশিপুর হয়ে দেহাটি বাজার, খয়েরহুদা গ্রাম থেকে কাশিপুর বাজার, রায়পুর থেকে মারুফদহ, বকুন্ডিয়া থেকে কাটাপোল মোড়, বালিহুদা থেকে রায়পুর বাজার, প্রস্তাবিত দৌলৎগঞ্জ-মাঝদিয়া স্থলবন্দর থেকে ধান্যখোলা, জীবননগর থানা মোড় থেকে আকন্দবাড়ীয়া বাজার, দত্তনগর পাথিলা কৃষি ফার্ম থেকে হাসাদহ ভাঙ্গাব্রিজ, হাসাদহ বাজার থেকে শ্রীরামপুর-তারানিবাস, ডাঙ্গাপাড়া থেকে গয়েশপুর নতুনপাড়া কাটাপোল থেকে মিনাজপুর বাঁক, জীবননগর পিচ মোড় থেকে শাখারিয়া-সীমান্ত ইউনিয়ন পরিষদ রাস্তা, জীবননগর নারায়ণপুর মোড় থেকে কয়া, জীবননগর চ্যাংখালী মোড় থেকে গয়েশপুর হাইস্কুল হয়ে মাহাতাব মেম্বারের বাড়ি, সুবলপুর মোড় থেকে হাবিবপুর-হরিপুর হয়ে বেনীপুর, সুটিয়া গ্রাম থেকে শ্রীরামপুর হয়ে হাসাদহ বাজার, রায়পুর বাজার থেকে কৃষ্ণপুর গ্রামের কুলসুম মেম্বারের বাড়ি, বাঁকা আশতলাপাড়া থেকে সুটিয়া বাজার (কাঁচা-পাকা উভয় রাস্তা চরম বেহাল), আন্দুলবাড়ীয়া বাজার থেকে রেল স্টেশন, আন্দুলবাড়ীয়া গ্যাঙ কোয়ার্টার থেকে পাকা বাজার, আন্দুলবাড়ীয়া মিস্ত্রিপাড়া থেকে চাঁনপুর খাল, আন্দুলবাড়ীয়া-ডুমুরিয়া-উথলী, ধোপাখালী থেকে মনোহরপুর বাসস্ট্যান্ড, বালিহুদা থেকে নতুন চাকলা, বালিহুদা থেকে ষষ্টিতলা পর্যন্ত সড়কগুলোর বর্তমান হাল বড়ই বেহার। এছাড়া বেগমপুর, তীতুদহের হিজলগাড়ী থেকে ভায়া ছোট সলুয়া সড়ক, বেগমপুর গ্রীসনগর বাজার থেকে তীতুদহ প্রায় ৩ কিলোমিটার সড়ক, সরকারপাড়া মোড় থেকে সাড়াবাড়িয়া সড়ক, গ্রীসনগর বাজার থেকে তীতুদহ পর্যন্ত, উথলী বটতলা থেকে বেগমপুর বাজার প্রায় ৪কিলোমিটার সড়ক, গ্রীসনগর বাজার থেকে চাঁদপুর ৩ কিলোমিটার সড়ক, দামুড়হুদা উপজেলার সুবলপুর ব্রিজ থেকে কার্পাসডাঙ্গা ৩ কিলোমিটার, চন্ডিপুর খামারীপাড়া থেকে সাড়াবাড়িয়া প্রায় ২ কিলোমিটার, পরানপুর উত্তরপাড়া থেকে রামনগর প্রায় দেড় কিলোমিটার, দর্শনা মুজিবনগর সড়কের চন্ডিপুর, কুড়ুলগাছী ও চন্দ্রবাস গ্রামের গ্রায় ৫ কিলোমিটার, দর্শনার স্থানীয় সংসদ সদস্যের বাড়ি থেকে দর্শনা চেকপোস্ট সড়ক, দর্শনা দক্ষিণ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় মোড় থেকে বেগমপুর, দর্শনা রশিকশাহ মাজার থেকে দর্শনা চেকপোস্ট, দর্শনা বাজার থেকে ঈশ্বরচন্দ্রপুর পৌর মেয়রের গ্রামের সড়ক, দর্শনা পৌরসভার আভ্যন্তরীণ সকল সড়ক, ধান্যঘরা মোড় থেকে সদাবরী, কার্পাসডাঙ্গা মুচির বটতলা থেকে পীরপুর কুল্লা, কার্পাসডাঙ্গা বটতলা থেকে আরামডাঙ্গা, কার্পাসডাঙ্গা কাস্টমস মোড় থেকে মুনসুর আলী বিশ্বাসের বাড়ি পর্যন্ত, বাঘাডাঙ্গা মিশন হতে রঘুনাথপুর গোরস্থান, দামুড়হুদা মাথাভাঙ্গা ব্রিজ থেকে চিৎলা পর্যন্ত, চিৎলা মোড় থেকে নতিপোতা পর্যন্ত ৮ কিলোমিটার সড়কসহ চুয়াডাঙ্গা-২ আসন এলাকায় ৪৬টি সড়ক চলাচলে একেবারেই অনুপযোগী। এছাড়া হোগলডাঙ্গা ও হেমায়েতপুরের আগের ব্রিজটি ভেঙ্গে পড়ায় প্লেনসিট দিয়ে কোনরকমে চলাচলের ব্যবস্থা করা হলেও যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সারা দেশে যখন বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নের কথা শোনা যাচ্ছে, তখন এলাকার রাস্তাঘাটের অবস্থা দেখে অনেকেই তা যেন বিশ্বাস করতে চাচ্ছে না। বর্তমান সরকারের ৯ বছর অতিক্রান্ত হলেও চুয়াডাঙ্গা-২ আসন এলাকায় জোট সরকারের আমলে নির্মিত সড়কগুলো দীর্ঘদিনেও মেরামত না হওয়ায় সাধারণ ভোটাররা হতাশ। তারা অবিলম্বে সড়কগুলো মেরামতপূর্বক চলাচলের উপযোগী করার জন্য সরকারের নিকট জোর দাবি জানিয়েছে।