Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

ডাকসুর চূড়ান্ত তালিকায় ছাত্রলীগের শীর্ষ নেতারা

প্রিন্ট সংস্করণ॥মো. রফিকুল ইসলাম

ফেব্রুয়ারি ২৩, ২০১৯, ০৬:৩৭ পিএম


ডাকসুর চূড়ান্ত তালিকায় ছাত্রলীগের শীর্ষ নেতারা

দীর্ঘ ২৮ বছর পর আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। এ নির্বাচন সামনে রেখে শীর্ষ তিনটি পদেই দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আ.লীগ। গত শুক্রবার রাতে গণভবনে আ.লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তালিকা চূড়ান্ত করেন। আজ ডাকসু নির্বাচনের জন্য ছাত্রলীগের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে।জানা যায়, ডাকসু নির্বাচনে ছাত্রলীগের শীর্ষ নেতারাই সংগঠনটির পক্ষ থেকে নির্বাচনের জন্য চূড়ান্ত মনোনয়ন পাচ্ছেন। কেন্দ্রীয় সংসদের ভিপি-জিএস পদে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও এজিএস পদে বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনের নাম চূড়ান্ত করেছেন আ.লীগ সভানেত্রী। শুধু পদই চূড়ান্ত করেনি তিনি, গড়ে দিয়েছেন সমন্বয় কমিটিও। এ নির্বাচনে ছাত্রলীগের কেন্দ্রীয় তিন নেতার নাম শীর্ষ পদের জন্য ঘোষণা করা হলেও প্যানেল ঘোষণা করা হয়নি। আজ ডাকসু ছাত্রলীগের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে। দলটির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া যায়।দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে আওয়ামী লীগের ছাত্র সংগঠনের সাথে মুক্তিযুদ্ধের চেতনাবাহী কয়েকটি সংগঠনের সাথে প্যানেল হতে পারে বলে মনে করছে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা। তারা বলছে, দেশকে এগিয়ে নিতে হলে ছাত্র নেতৃত্ব মুক্তিযুদ্ধের পক্ষে রাখা দরকার। তাই এবার ডাকসু নির্বাচনে ছাত্রলীগের সাথে মুক্তিযুদ্ধের চেতনাবাহী কয়েকটি সংগঠনের প্রতিনিধি থাকবে।ডাকসু নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নেতারা বলছে, একাদশ জাতীয় নির্বাচনের মতোই নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করতে চায় আ.লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্যই ডাকসু নির্বাচনে ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বের বাইরে যেতে চান না তিনি। তাছাড়া ছাত্রলীগের বাইরে প্রার্থী করলে সংগঠনে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছে আওয়ামী লীগের হাইকমান্ড। বিষয়টি বিবেচনায় রেখেই বর্তমান শীর্ষ নেতাদের মনোনয়ন দিচ্ছেন তারা। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য সংগঠনটির হেভিওয়েট ২৫ জন প্রার্থী বেছে নেয়া হচ্ছে। এছাড়াও হল ছাত্র সংসদের ভিপি-জিএস পদেও মনোনয়ন পাচ্ছেন বিশ্ববিদ্যালয়, হল ও কেন্দ্রীয় কমিটির সাবেক নেতারা। এবার হল সংসদে মূল্যায়ন করা হবে জুনিয়রদেরও। বিশেষ করে যারা বর্তমানে হলের নেতৃত্বে আসার চেষ্টা করছেন এবং রাজনীতির মাঠে সক্রিয় রয়েছেন, সাংগঠনিক কর্মকা-ের সাথে জড়িত আছেন এমন নেতাদেরও দেখা যেতে পারে।সূত্রে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে ঘরের রাজনীতিতে ব্যস্ত সময় পার করছেন আ.লীগ সভানেত্রীসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরপর আবার দীর্ঘ ২৮ বছর পর ডাকসু নির্বাচন। এ নির্বাচনে দলীয় প্রার্থিতা নিয়ে কিছুটা বেকায়দার মধ্যে থাকলেও পরিচিত ছাত্র নেতাদের বাইরে যেতে চায় না আ.লীগ। বিশেষ করে ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে পরিচিত এমন নেতাকেই ডাকসু নির্বাচনের জন্য প্রার্থী দিয়েছেন তারা। পাশাপাশি হল শাখায় দলীয় প্রার্থীর ক্ষেত্রে ছাত্রলীগের বর্তমান কমিটির দায়িত্ব থাকা নেতাকর্মীকে দেয়া হতে পারে বলে ছাত্রলীগের একটি সূত্র নিশ্চিত করেছে।তথ্য মতে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে ভিপি-জিএসসহ পদ রয়ছে ২৫টি। অন্যদিকে হল সংসদে ভিপি-জিএসসহ পদ রয়েছে ১৩টি। সে হিসেবে ডাকসু ও হল সংসদে সর্বমোট পদ ২৫৯টি। ডাকসুর ২৫টি পদ ও হল সংসদের ভিপি, জিএস-এসজিএস পদে দলীয় মনোনয়ন পেতে মরিয়া সংগঠনটির অনেক নেতা। ইতোমধ্যে জোর তদবির শুরু করেছেন তারা। নিয়মিত আওয়ামী লীগের হাইকমান্ড ও দলীয় সভানেত্রীর করে দেয়া কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছেন। নিজেকে যোগ্য প্রমাণে সক্রিয় রয়েছেন সাংগঠনিক কর্মসূচিতে।জানা গেছে, ডাকসু নির্বাচনের জন্য ভিপি-জিএস পদে চূড়ান্ত মনোনয়ন পেতে যাচ্ছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। আর এজিএস পদে মনোনয়ন পাচ্ছেন বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন। এছাড়া অন্য পদগুলোতেও ছাত্রলীগের গত কমিটির নেতারা মনোনয়ন পাচ্ছেন। সেক্ষেত্রে আলোচনায় আছেন কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-কর্মসূচি ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক সাদ বিন কাদের (সাদী), আইন সম্পাদক আল নাহিয়ান খান জয়, সহ-সভাপতি আদিত্য নন্দী, উপ-অর্থবিষয়ক সম্পাদক তিলোত্তমা শিকদার, কর্মসংস্থানবিষয়ক সম্পাদক রাকিবুল হাসান রাকিব, শামসুন্নাহার হলের সভাপতি নিপু ইসলাম তন্বী, রোকেয়া হলের সভাপতি বিএম লিপি আক্তার, জহুরুল হক হলের সাধারণ সম্পাদক আসিফ তালুকদার, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক খাদেমুল বাশার জয়, উপ-সম্পাদক আরিফ ইবনে আলী, শেখ ইনান, ডিবেটিং সোসাইটির সভাপতি এসএম রাকিব সিরাজী, এসএম হলের সভাপতি তাহসান আহমেদ রাসেলসহ অনেকে।তফসিল অনুযায়ী, ডাকসু নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করার শেষ দিন আজ। মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাই হবে ২৬ ফেব্রুয়ারি, পরদিন প্রকাশিত হবে যোগ্য প্রার্থীদের তালিকা। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২ মার্চ। পরদিন ৩ মার্চ প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। ৫ মার্চ ভোটার তালিকা প্রকাশের পর ১১ মার্চ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ চলবে। বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন আমার সংবাদকে বলেন, দীর্ঘদিন পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের জন্য আমরা সবাই প্রস্তুত আছি। আশা করি ছাত্রলীগের জয় নিশ্চিত। প্যানেল কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, একটি গ্রহণযোগ্য প্যানেল উপহার দিতে চাই। বিশেষ করে ছাত্রলীগের নেতাকর্মীরা ছাড়াও সকল রাজনৈতিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং অরাজনৈতিক সংগঠনের সাথে আমরা প্যানেল করতে চাই। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম আমার সংবাদকে বলেন, জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন এবং উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আমরা অনেকটাই ব্যস্ত সময় পার করছি। এর সাথে আবার ডাকসু নির্বাচন। এই নির্বাচনে নেত্রী যাকে মনোনয়ন দিয়েছেন দলের সবাই তার জন্য কাজ করবেন। তিনি বলেন, যারা বর্তমানে দায়িত্বে আছে আমরা আপাতত তাদের ওপর আস্থা রাখছি। ডাকসু নির্বাচনে ছাত্রলীগের জয় নিশ্চিত বলে তিনি দাবি করেন।

ছাত্রদলের মনোনয়ন ফরম বিতরণ শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক মনোনয়ন ফরম বিতরণ করছে জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসে দলের সিনিয়র নেতারা এর উদ্বোধন করেন। সকাল থেকে দলীয় মনোনয়ন বিতরণ ও জমা নেয়া হয়। সংগঠনের চূড়ান্ত মনোনয়ন নিয়ে নির্বাচনে লড়তে আগ্রহীরা বিএনপির পার্টি অফিসে দলীয় মনোনয়ন উত্তোলন ও জমা দিতে পারছেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, রকিবুল হাসান বকুল, আমিরুল ইসলাম আলিম, ওমর ফারুক শাফিন, রাজীব আহসান, আকরামুল হাসান, আসাদ, হাসান, মেহবুব মাসুম শান্ত, করিম সরকার, আরজ আলী শান্ত, খোকন, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ অনেকে। এই মনোনয়ন ফরম থেকে ডাকসু ও হল সংসদের জন্য ছাত্রদলের প্যানেল চূড়ান্ত করবে দলের কেন্দ্রীয় ও ঢাবি ছাত্রদলের শীর্ষ নেতারা। উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম মাহফুজুর রহমান। তফসিল অনুযায়ী, আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ২৬ ফেব্রুয়ারি মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ তারিখ ও মনোনয়ন বাছাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি। যাচাই-বাছাইয়ের পর ৩ মার্চ হলের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ভোটগ্রহণ হবে ১১ মার্চ (সোমবার) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত।