Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

চলচ্চিত্রে বিনিয়োগ করেছিল পলাশ

প্রিন্ট সংস্করণ॥সৈয়দ রেফাত, ঢাকা ও পনির ভূইয়া, সোনারগাঁও

ফেব্রুয়ারি ২৬, ২০১৯, ০৫:৪৪ এএম


চলচ্চিত্রে বিনিয়োগ করেছিল পলাশ

*প্রযোজক হিসেবে আত্মপ্রকাশের পরই অভিনেত্রী সিমলার সঙ্গে প্রেমের সম্পর্ক
হয়, তারপর বিয়ে
*মানসিক অসুস্থতার কারণে চার মাস আগেই ডিভোর্স হয়েছে -দাবি সিমলার

ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ ছিনতাইকারী কথিত মাহাদীর পরিচয় মিলেছে। তার নাম পলাশ মাহবুব। এ ছাড়া ফেসবুকে সে মাহিবি জাহান নামে একটি আইডি চালাত। নাটক-চলচ্চিত্রে লগ্নি করেছিল সে। পলাশের বাবার নাম পিয়ার জাহান সরদার। তার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামে। পলাশ ওরফে মাহিবি জাহান চিত্রনায়িকা সিমলার স্বামী। ২০১৮ সালের জানুয়ারিতে প্রথম তাদের বিয়ের খবর সংবাদ মাধ্যমে আসে। আর চলচ্চিত্রে লগ্নি করেই নায়িকা সিমলার সঙ্গে তার পরিচয় হয় বলে জানান ‘নাইওর’ ছবির পরিচালক রাশিদ পলাশ। চলচ্চিত্রের প্রযোজক হিসেবে আত্মপ্রকাশের পরই অভিনেত্রী সিমলার সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। তারপর বিয়ে।অনুসন্ধানে জানা গেছে, পলাশ মাহবুব ওরফে মাহিবি জাহান প্রথমে ‘কবর’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রযোজনা করে। শুধু তাই নয়, সে এতে অভিনয়ও করে। আর তার সেই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পরিচালনা করেন রাশিদ পলাশ।এ প্রসঙ্গে পরিচালক রাশিদ পলাশ জানান, ‘মাহিবি জাহান আমার কাছে প্রথমে একটি মিউজিক ভিডিও করার জন্য আসে। তখন তাকে বললাম, আমি মিউজিক ভিডিও করি না। এ মুহূর্তে আমি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র করছি; চাইলে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রযোজনা করতে পারো। তারপর থেকে সে আমার কাছে প্রায়ই আসত। তার সঙ্গে কথা বলে মনে হয়েছেÑ সে প্রচুর মিথ্যা কথা বলে। চাপাবাজি করে। আমি সব বুঝতে পারতাম বলে তার সম্পর্কে সেভাবে আগ্রহ দেখাইনি। তবে সিমলা খুব গুরুত্ব দিত ওকে। সিমলা তখন আমার একটি ছবিতে অভিনয় করছিল।’অভিনেত্রী সিমলাকে নিয়ে মাহিবি জাহানের আরো একটি ছবি বানানোর পরিকল্পনা ছিল বলে জানান পরিচালক রাশিদ পলাশ।২০১৮ সালের জানুয়ারিতে পলাশ মাহবুব ওরফে মাহিবি জাহান ও সিমলার বিয়ের খবর প্রচার হলে পরিচালক রাশিদ পলাশ জানিয়েছিলেন ‘আমার সিনেমাতে অভিনয়ের সময় শুনেছিলাম, সিমলা বিয়ে করেছে। যেহেতু সে আমার ছবিতে কাজ করছে, অনেকে এসে আমাকে জিজ্ঞেস করতেন বিষয়টা। আমি সিমলার কাছে ওভাবে শুনতে চাইতাম না। এটা তার ব্যক্তিগত বিষয় ছিল।’এদিকে, পলাশ মাহবুব প্রযোজিত ও অভিনিত ‘কবর’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছিল অভিনেত্রী নওশাবা। এ ব্যাপারে তার সঙ্গে যোগযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে তার সম্পর্কে কিছু জানাতে অস্বীকৃতি জানান। তবে নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন অভিনেত্রী যিনি ‘কবর’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি বলেন, ‘আমি বিশেষ কিছু জানতাম না ছেলেটি সম্পর্কে। শুনেছিলাম সে প্রযোজক। সামনে নাকি পরিচালক রাশিদ পলাশের একটি ছবি প্রযোজনা করবে। যার নায়িকা থাকবে সিমলা।’এদিকে সিমলার সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছিল কি-না তা নিয়ে বিশেষ কিছু জানা যায়নি। তবে মাহিবি তার সর্বশেষ ফেসবুক স্ট্যাটাসে লেখেÑ ঘৃণা নিঃশ্বাসে-প্রশ্বাসে। এই ঘৃণা কি সিমলার জন্য! নাকি অন্য কারো প্রতি সেটা এখনো অনিশ্চিত। তবে সিমলার সঙ্গে তার ঘনিষ্ঠ ছবি দেখা গেছে ফেসবুক টাইমলাইনে।এদিকে, বিমান ছিনতাই চেষ্টাকারী পলাশ মাহবুব ওরফে মাহিবি জাহানের বাবা জানান, ২০১১ সালের দিকে স্থানীয় তাহেরপুর আলিম মাদ্রাসা থেকে দাখিল পাস করে সে। এরপর সোনারগাঁও ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হলেও পড়াশোনা শেষ করতে পারেনি। সে ১৯৯০ সাল থেকে বিদেশে থাকত। প্রথমে কুয়েত এবং পরে সৌদি আরবে ছিল।তিনি আরো জানান, প্রবাসে থাকার সময় তার পাঠানো টাকা-পয়সা নিয়ে উছৃঙ্খল জীবন যাপন করত পলাশ। এর মধ্যে নাচগান থেকে শুরু করে চলচ্চিত্র শিল্পে জড়ায় সে। কয়েকটি শর্ট ফিল্মও তৈরি করে। একটা সময় বাসা ছেড়ে ঢাকায় চলে যায় পলাশ। বাড়িতে তেমন যেত না। বছরখানেক আগে সে চিত্রনায়িকা সিমলাকে বিয়ে করে। দুইবার সিমলাকে নিয়ে সোনারগাঁওয়ের বাসায় এসেছিল পলাশ। আমি এ বিয়ে মেনে নিতে পারিনি। সে এর আগে ২০১৪ সালে বগুড়ায় একটি বিয়ে করে। ওই স্ত্রীর নাম মেঘলা। সেখানে আয়ান নামে আড়াই বছরের একটি ছেলে আছে তার। তবে সিমলার সাথে বিয়ে হওয়ার পর ২০১৭ সালে প্রথম স্ত্রী তাকে তালাক দেয়।’পলাশের বাবা আরও বলেন, ‘গত ২০-২৫ দিন আগে বাড়িতে আসে পলাশ। সাধারণত বাড়িতে সে এত দিন থাকত না। গত ২০-২৫ দিনে অনেকটা পাল্টে যায় সে। মসজিদে যাওয়া-আসা করত, এমনকি আজানও দিয়েছে। সর্বশেষ গত শুক্রবার বাসা থেকে বিদায় নেয়ার সময় তার মাকে বলে যায়Ñ ভ্রমণ ভিসায় সে দুবাই যাবে। তবে দুবাই যাওয়ার বিষয়ে আমাকে কিছু বলেনি পলাশ। তবে, ছেলের উছৃঙ্খল জীবন নিয়ে তিনি এতটাই অতিষ্ঠ ছিলেন যে, তিনি চেয়েছেন হয় ছেলে ভালো হোক, না হয় মারা যাক। অবশেষে বাবার ক্ষোভে বলা সেই ইচ্ছাই পূরণ হলো।

চারমাস আগে তালাক দিয়েছি পলাশকে সিমলা
‘চারমাস আগে তালাক দিয়েছি পলাশকে। তার মানসিক ভারসাম্যতা হারিয়ে ফেলার কারণেই আমি এ সিদ্ধান্ত নিয়েছিলাম।’ আলাপকালে এসব কথা বলেছেন চিত্রনায়িকা সিমলা। তবে তার বর্তমান অবস্থান সম্পর্কে কিছুই জানাননি। তিনি পলাশের সঙ্গে তার সম্পর্ক আগেই শেষ হয়ে গেছে বলে দাবি করেন। তিনি জানান, ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর তাদের প্রথম দেখা হয়। তার অভিনীত একটি চলচ্চিত্রের পরিচালকের বাসার একটি অনুষ্ঠানে প্রথম পরিচয়। এরপর তারা সম্পর্কে জড়িয়ে যান। ২০১৮ সালের ৩ মার্চ তাদের বিয়ে হয়। পরে বছরের শেষ দিকে অক্টোবরে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। কেন বিবাহ বিচ্ছেদ সে প্রশ্নের জবাবে সিমলা বলেন, ‘কিছু সমস্যা ছিল বিধায়ই ডিভোর্স হয়েছে। তার মানসিক সমস্যাই এর মূল কারণ।’

সিমলা এখন কোথায়?
ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ ছিনতাইকারী মাহমুদ পলাশ ওরফে মাহিবি জাহানের দ্বিতীয় স্ত্রী ঢাকাই চলচ্চিত্রে জাতীয় পুরস্কারপ্রাপ্ত নায়িকা সিমলা। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, তিনি দেশে নেই। বর্তমানে রয়েছেন ভারতের মুম্বাইয়ে। সেখানে মীরা রোড নামে এলাকায় অনেকদিন ধরেই বাস করছেন তিনি। ১০ বছরের বেশি সময় ধরে ক্যারিয়ারে ভাটা চলছে সিমলার। অনেকদিন হয় নতুন সিনেমাতে কাজ করেননি। সর্বশেষ তাকে দেখা যায় ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ নামের একটি ছবিতে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী একজন নায়িকা হয়ে ক্যারিয়ারের এই পতন হতাশায় নিমজ্জিত করেছে সিমলাকে। হয়তো সেই অভিমান মনে নিয়েই বিদেশে থিতু হওয়ার চেষ্টা করছেন তিনি।