Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪,

শ্রীলঙ্কা সফরের জন্য অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা

জানুয়ারি ১৫, ২০১৫, ০৫:৪০ এএম


শ্রীলঙ্কা সফরের জন্য অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা

 

আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৪ সদস্যের এই দল ঘোষণা করেছে বিসিবি।

চূড়ান্ত দলে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে মেহেদী হাসানকে। আর সহ-অধিনায়কের দায়িত্বে রাখা হয়েছে নাজমুল হোসেন শান্তকে।

সফরে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ এর বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও দুইটি ৩দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৮ জানুয়ারি। পরের ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০, ২২, ২৪ ও ২৫ জানুয়ারি।

দুইটি ৩দিনের ম্যাচের প্রথম ম্যাচটি শুরু হবে আগামী ২৮ জানুয়ারি। সিরিজের শেষ ম্যাচ অর্থাৎ ৩টি দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ফেব্রুয়ারি মাসের ২ তারিখে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), জয়রাজ  শেখ ঈমন, মুনিম শাহরিয়ার, মোহাম্মদ সাইফ হাসান, জাকির হাসান, সাঈফ উদ্দিন, শাহানুর রহমান, মেহেদি হাসান, নাহিদ হাসান, মোহাম্মদ আব্দুল হালিম, সাহেল আহমেদ শাওন গাজী, সঞ্জিত শাহ ও প্রসেনজিৎ দাস।