Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

আবারও শীর্ষ ধনীর তালিকায় রিয়াল মাদ্রিদ

জানুয়ারি ২২, ২০১৫, ০৬:০৫ এএম


আবারও শীর্ষ  ধনীর তালিকায় রিয়াল মাদ্রিদ

 
বিশ্বের সেরা তিন ধনী ক্লাবের মধ্যে আর নেই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ডোলয়েট ফুটবল মানি লিগের ২০১৩-১৪ মৌসুমের হিসেবে পিছিয়ে পড়েছে বার্সা।

টানা দশম বছরের মতো আয়ের ভিত্তিতে এক নম্বর জায়গাটি ধরে রেখেছে আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
তালিকার প্রথম স্থানে দেখা যাচ্ছে রিয়াল মাদ্রিদকে। তাদের পরের জায়গাটি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের।
আর তৃতীয় স্থানটি জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের। চতুর্থ স্থানটি বার্সেলোনার। ২০১২-১৩ মৌসুমের পরের মৌসুমে বার্সার আয়ের খাতে ২ মিলিয়ন ইউরো বেশি দেখা যাচ্ছে। শীর্ষ ১০ ক্লাবের মধ্যে এটাই সর্বনিম্ন আয় বৃদ্ধির উদাহরণ।

কাতালানদের চির প্রতিদ্বন্দ্বী রিয়াল আয়ের হিসেবে টেবিলের এক নম্বর জায়গায়। দশম ইউরোপিয়ান টাইটেল জয়ের বছর তাদের আয়ের বৃদ্ধি উল্লেখযোগ্য। আগের বছরের হিসেবে মোট আয় বেড়েছে রিয়ালের ৬ শতাংশ। তাদের মোট আয় ৫৪৯.৫ মিলিয়ন ইউরো।

যেখানে বার্সেলোনার মোট আয় ৪৮২.৬ মিলিয়ন ইউরো। আয়ের হিসেবে ৩০.৬ মিলিয়ন বেড়েছে রিয়ালের। ২৪ শতাংশ আয় বেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের।