Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

পাকিস্তানের সামনে ৩৭০ রানের চ্যালেঞ্জ দিয়েছে নিউজিল্যান্ড

ফেব্রুয়ারি ৩, ২০১৫, ০৫:৫৯ এএম


পাকিস্তানের সামনে ৩৭০ রানের চ্যালেঞ্জ দিয়েছে নিউজিল্যান্ড

 
কেন উইলিয়ামসন ও রস টেলরের সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রানের ইনিংস গড়লো নিউজিল্যান্ড। নেপিয়ারের ম্যাকলিন পার্কে তারা সিরিজের দ্বিতীয ও শেষ ওয়ানডেতে ৫ উইকেটে ৩৬৯ রানের ইনিংস গড়েছে। এই দুই সেঞ্চুরি ছাড়াও মার্টিন গাপ্তিলের ৭৬ রান ইনিংসের অন্যতম উল্লেখযোগ্য ইনিংস। ৩৭০ রানের লক্ষ্যে ব্যাট করছে পাকিস্তান।

টসটা জিতেছিল নিউজিল্যান্ডই। অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম ব্যক্তিগত ৩১ রানে হয়েছেন শহীদ আফ্রিদির শিকার। এরপর দারুণ তিনটি জুটি পাকিস্তানের বোলারদের নাভিশ্বাস তুলে দিয়েছে। দ্বিতীয় উইকেটে ইউলিয়ামসন ও গাপ্তিলের মধ্যে জুটি গড়ে ওঠে। আগ্রাসী ক্রিকেট খেলে চলেছেন উইলিয়ামসন। গাপ্তিলের সাথে ১২৮ রানের জুটি গড়েছেন তিনি। গা্প্তিল সেঞ্চুরির দিকে এগিয়ে চললেও আহমেদ শেহজাদের শিকার হয়ে যান ৭৬ রান করে। উইলিয়ামসনের সাথে এরপর যোগ দিয়েছেন টেলর। ৮০ বলে সেঞ্চুরি তুলে ফেলেন ২৪ বছরের উইলিয়ামসন। ৬৫তম ম্যাচে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি। টেলরের সাথে তৃতীয় উইকেটে হয় তার ৭৯ রানের পার্টনারশিপ। ৮৮ বলে ১৪ চার ও ১ ছক্কায় ১১২ রান করে ইরফানের শিকার হয়ে ফেরেন উইলিয়ামসন। তিনি ফিরলেও এক প্রান্ত ধরে আক্রমণ শানিয়ে গেছেন টেলর। চতুর্থ উইকেটে ইলিয়টকে (২৮) নিয়ে ৭২ রানের জুটি গড়েছেন টেলর। ইলিয়ট আউট হলেও মাত্র ৭০ বলেই সেঞ্চুরি করেছেন টেলর। ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে ৬ এবং শেষ বলে ৪ মেরে সেঞ্চুরি তুলে নেন টেলর। ৭০ বলে ১৩ চার ও ২ ছক্কায় ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি করে ১০২ রানে অপরাজিত থাকেন টেলর।