Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

এটিপি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে জকোভিচের দূর্দান্ত আধিপত্য

ফেব্রুয়ারি ৩, ২০১৫, ০২:১৬ পিএম


এটিপি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে জকোভিচের দূর্দান্ত আধিপত্য

 

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পরে এটিপি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দূর্দান্ত আধিপত্য বিস্তার করেই শীর্ষস্থান ধরে রেখেছেন নোভাক জকোভিচ। সার্বিয়ান এই তারকা দ্বিতীয় স্থানে থাকা রজার ফেদেরারের তুলনায় ৩৮০০ পয়েন্ট এগিয়ে থেকে প্রথম স্থান দখল করেছেন। তার সংগৃহীত সর্বমোট রেটিং পয়েন্ট ১৩,০৪৫।
সুইস তারকা রজার ফেদেরারের সংগ্রহ ৯২৪৫ রেটিং পয়েন্ট। মেলবোর্নে তৃতীয় রাউন্ডে পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছে ফেদেরারকে। গতকাল প্রকাশিত এটিপি বিশ্ব র‌্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ ১০জনের অবস্থানের খুব একটা পরিবর্তন না হলেও বৃটিশ তারকা এন্ডি মারে নিজের অবস্থানের সবচেয়ে বেশী উন্নতি করেছেন। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে খেলার দরুন দুই ধাপ উপরে উঠে চতুর্থ স্থানে অবস্থান করছেন। এছাড়া কানাডিয়ান মিলোস রাওনিকও দুই ধাপ উন্নতি করে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন। তারা দুজনেই সুইস অপর তারকা স্ট্যানিসলাস ওয়ারিঙ্কাকে পিছনে ফেলেছেন। ওয়ারিঙ্কা অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ধরে রাখতে ব্যর্থ হওয়ায় পাঁচ ধাপ অবনতি হয়ে নবম স্থানে নেমে এসেছেন।

এটিপি শীর্ষ ২০ র‌্যাঙ্কিং :
১. নোভাক জকোভিচ (সার্বিয়া), ১৩০৪৫ রেটিং পয়েন্ট
২. রজার ফেদেরার (সুইজারল্যান্ড), ৯২৪৫
৩. রাফায়েল নাদাল (স্পেন), ৫৭৪৫
৪. এন্ডি মারে (যুক্তরাজ্য), ৫৫১৫
৫. কেই নিশিকোরি (জাপান), ৫২০৫
৬. মিলোস রাওনিক (কানাডা), ৪৮৪৫
৭. থমাস বার্ডিচ (চেক প্রজাতন্ত্র), ৪৬৬০
৮. মারিন সিলিচ (ক্রোয়েশিয়া), ৪১০৫
৯. স্ট্যানিসলাস ওয়ারিঙ্কা (সুইজারল্যান্ড), ৪০৯০
১০. ডেভিড ফেরার (স্পেন), ৩৯৬৫
১১. গ্রিগর দিমিত্রভ (বুলগেরিয়া), ৩৬৪৫
১২. জো-উইলফ্রিড সোঙ্গা (ফ্রান্স), ২৫৬০
১৩. আর্নেস্টস গুলবিস (লাটভিয়া), ২৪২০
১৪. ফেলিসিয়ানো লোপেজ (স্পেন), ২২২০
১৫. কেভিন এন্ডারসন (দ:আফ্রিকা), ২১২৫
১৬. রবার্টো বাতিস্তা (স্পেন), ১৯৭৫
১৭. টমি রবরেডো (স্পেন), ১৮৪৫
১৮. জন ইসনার (যুক্তরাষ্ট্র), ১৭৬৫
১৯. গিলেস সিমন (ফ্রান্স), ১৭৩০
২০. গায়েল মনফিলস (ফ্রান্স), ১৭২৫