Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

আফগানদের ৪১৮ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

মার্চ ৪, ২০১৫, ১০:৩৮ এএম


আফগানদের ৪১৮ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

 

ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েলের বিধ্বংসী ব্যাটিংয়ে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। জয়ের জন্য ৪১৮ রানের বিশাল লক্ষ্য পেয়েছে আফগানিস্তান।

বুধবার পার্থের ওয়াকায় টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৪১৭ রান করে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে এটাই সর্বোচ্চ রানের ইনিংস।

শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। দৌলত জাদরানের বলে নওরোজ মঙ্গলের তালুবন্দি হয়ে বিদায় নেন অ্যারন ফিঞ্চ।

তৃতীয় ওভারেই উইকেট হারানোর কোনো প্রভাব পড়তে দেননি ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। দ্বিতীয় উইকেটে তাদের রেকর্ড জুটিতে বড় সংগ্রহের ভিত পায় অস্ট্রেলিয়া।

ক্যারিয়ার সেরা ১৭৮ রানের ইনিংস খেলে ওয়ার্নারের বিদায়ে ভাঙে ৩৪.৩ ওভার স্থায়ী জুটি। ওয়ার্নারের আগের সেরা ছিল ১৬৩ রান। চতুর্থ শতক পাওয়া এই বাঁহাতি ব্যাটসম্যানের ১৩৩ বলের ইনিংসটি গড়া ১৯টি চার ও ৫টি ছক্কায়।

ওয়ানডেতে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রানের জুটি গড়েছিলেন রিকি পন্টিং ও শেন ওয়াটসন। ২০০৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে অবিচ্ছিন্ন ২৫২ রানের জুটি গড়েছিলেন এই দুই জনে।

ওয়ার্নারের বিদায়ের পর ক্রিজে আসেন ম্যাক্সওয়েল। স্মিথের সঙ্গে ৬৫ ও জেমস ফকনারের সঙ্গে ৪৩ রানের দুটি জুটি উপহার দেন তিনি। শেন ওয়াটসনের বদলে দলে ফেরা ফকনার করেন মাত্র ৭ রান।

মাত্র ৫ রানের জন্য শতক পাননি স্মিথ। ৯৫ রান করা এই ডানহাতি ব্যাটসম্যানের ৯৮ বলের ইনিংসটি সাজানো ৮টি চার ও ১টি ছক্কায়।

ঝড়ো ব্যাটিং করা ম্যাক্সওয়েল ফিরেন ৮৮ রান করে। তার ৩৯ বলের ইনিংসটি ৭টি ছক্কা ও ৬টি চার সমৃদ্ধ।

আফগানিস্তানের শাপুর জাদরান ও দৌলত দুটি করে উইকেট নেন।