Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

শ্রীলঙ্কাকে ৩৭৭ রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া

মার্চ ৮, ২০১৫, ০৭:৫০ এএম


শ্রীলঙ্কাকে ৩৭৭ রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া


বিশ্বকাপের ৩২তম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৭৭ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। টসে জিতে প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে অসিদের সংগ্রহ ৩৭৬ রান।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেন অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক। বাংলাদেশ সময় আজ রোববার সকাল সাড়ে ৯টায় খেলাটি শুরু হয়।

দলীয় ১৯ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। ৪.২ ওভারে প্রসন্নের সাহায্যে ডেভিড ওয়ার্নারকে (৯) সাজঘরে ফেরান মালিঙ্গা। ৮.৪ ওভারে অপর উদ্বোধনী ব্যাটসম্যান ফিঞ্চের উইকেট ভাঙেন উইকেটরক্ষক কুমার সাঙ্গাকারা। উইকেটটি জমা হয় প্রসন্নের ঝুলিতে।

ইনিংসের ৩২.৩ ওভারে পেরারার সহযোগিতায় স্টিভেন স্মিথকে (৭২) সাজঘরে ফেরান দিলশান। এর আগে ২৫তম ওভারে ৭২ বল খেলে ব্যক্তিগত অর্ধশত রান করেন স্মিথ। ৩১.৫ ওভারে অধিনায়ক মাইকেল ক্লার্ককে (৬৮) বোল্ড করেন মালিঙ্গা। এর আগে ২৮.৫ ওভারে ৫৬ বল খেলে ব্যক্তিগত অর্ধশতক করেন তিনি। সেই সঙ্গে ৩য় উইকেটে ১৩৪ রানের জুটি গড়েন ক্লার্ক ও স্মিথ।

৪৬.১ ওভারে পেরারার বলে মালিঙ্গার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন ম্যাক্সওয়েল (১০২)। এর আগে ৩৮.২ ওভারে ২৬ বল খেলে ব্যক্তিগত অর্ধশতক এবং ৪৫.৪ ওভারে ৫১ বল খেলে শতক করেন তিনি। সেই সঙ্গে ৫ম উইকেটে ওয়াটসনের সঙ্গে ১৬০ রানের জুটি গড়েন ম্যাক্সওয়েল। ওভারের ৩য় বলে রান আউট হন ফকনার (০)।

৪৯তম ওভারের শেষ বলে চান্দিমালের সহযোগিতায় ওয়াটসনকে (৬৭) সাজঘরে ফেরান পেরারা। ৪৫.২ ওভারে ৩০ বল খেলে ব্যক্তিগত অর্ধশত রান করেন ওয়াটসন। ৪৯.৩ ওভারে পেরারার সহযোগিতায় হাডিনকে (২৫) সাজঘরে ফেরান ম্যাথুউস। পরের বলেই রান আউট হন স্টার্ক (০)।

চলতি বিশ্বকাপের ১ম ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৯৮ রানে হারে শ্রীলঙ্কা। এর বিপরীতে ১২তম ম্যাচে জিম্বাবুয়েকে ৪ উইকেটে; ১৮তম ম্যাচে বাংলাদেশকে ৯২ রানে এবং ২২তম ম্যাচে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারায় ম্যাথুউসবাহিনী।

অপরদিকে বিশ্বকাপের ২য় ম্যাচে ইংল্যান্ডকে ১১১ রানে এবং ২৬তম ম্যাচে আফগানিস্তানকে ২৭৫ রানে হারায় অস্ট্রেলিয়া। এর বিপরীতে ২০তম ম্যাচে অপর স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ১ উইকেটে হারে ক্লার্কবাহিনী।

এছাড়া বিশ্বকাপের বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় উভয় দলই পয়েন্ট ভাগাভাগি করে নেয়।

শ্রীলঙ্কা একাদশ:

অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, তিলকারত্মে দিলশান, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, দিনেশ চান্দিমাল, উপল থারাঙ্গা, থিসারা পেরেরা, সিকুগে প্রসন্ন, সচিত্রা সেনানায়েকে ও লাসিথ মালিঙ্গা।

অস্ট্রেলিয়া দল:

মাইকেল ক্লার্ক (অধিনায়ক), অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস ফকনার, ব্রাড হাডিন, মিশেল জনসন, মিশেল স্টার্ক ও জাভিয়ার দোহার্তি।