Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন সাঙ্গাকারা

মার্চ ৮, ২০১৫, ১০:৫৫ এএম


বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন সাঙ্গাকারা


বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে তেমন ভালো খেলতে পারেননি কুমার সাঙ্গাকারা। তবে পরের তিন ম্যাচেই সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার এই অভিজ্ঞ ব্যাটসম্যান। বিশ্বকাপে টানা তিন ম্যাচে তিন অঙ্ক ছোঁয়ার কৃতিত্ব সাঙ্গাকারারই প্রথম।

এর আগে ওয়ানডেতে টানা তিন ম্যাচে সেঞ্চুরির কৃতিত্ব ছিল ছয়জনের। তবে ওয়ানডের সেরা টুর্নামেন্টে এমন কীর্তি সাঙ্গাকারা ছাড়া আর কারো নেই। বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে আগের দুই ম্যাচে ১০৫ ও ১১৭ রান করে দুটোতেই অপরাজিত ছিলেন। রোববার সিডনি ক্রিকেট গ্রাউন্ডও সাঙ্গাকারার ‘ম্যাজিক ফিগার’ স্পর্শের আনন্দে উদ্ভাসিত।

ইতিহাসগড়া ইনিংসটা একটা মাইলফলকেও পৌঁছে দিয়েছে সাঙ্গাকারাকে। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ১৪ হাজার রান পেরিয়ে গেছেন তিনি। ১৮,৪২৬ রান নিয়ে সামনে আছেন শুধু শচীন টেন্ডুলকার।

এর আগে ওয়ানডেতে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানের জহির আব্বাস ও সাঈদ আনোয়ার, দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস, এবি ডি ভিলিয়ার্স ও কুইনটন ডি কক এবং নিউজিল্যান্ডের রস টেলর। এবার শুধু তাঁদের পাশেই দাঁড়াননি, বিশ্বকাপে টানা তিন সেঞ্চুরি করে ‘সাঙ্গা’ এখন অনন্য উচ্চতায়।