Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

না ফেরার দেশে হকি তারকা এহতেশাম সুলতান

স্পোর্টস ডেস্ক

আগস্ট ১৭, ২০২০, ০৮:৪৬ এএম


না ফেরার দেশে হকি তারকা এহতেশাম সুলতান

না ফেরার দেশে চলে গেছেন বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক তারকা খেলোয়াড় এবং কোচ, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত এহতেশাম সুলতান।

সোমবার (১৭ আগস্ট) ভোরে তার মৃত্যু হয় (ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

মৃত্যুর সময় এই ক্রীড়াবিদ স্ত্রী, এক ছেলে ও এক কন্যা রেখে গেছেন।

বিকেল ৩টায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এহতেশাম সুলতানের নামাজে জানাজা হবে।

জানা গেছে, লিভার ক্যান্সারে ভুগছিলেন জাতীয় দলের সাবেক এ কোচ।

এহতেশাম সুলতানের মৃত্যুতে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি (বিএসপিএ) গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।

আশির দশকে বাংলাদেশ জাতীয় হকি দলে নিয়মিত ছিলেন এহতেশাম। ঘরোয়া হকিতে সোনালী ব্যাংক, আজাদ স্পোর্টি ক্লাবের হয়ে খেলেছেন তিনি।

আমারসংবাদ/এআই