Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

বিএসপিএ'র স্পোটর্স কার্নিভাল শুরু ২৭ অক্টোবর

ক্রীড়া প্রতিবেদক

অক্টোবর ২৪, ২০২০, ০৯:২২ এএম


বিএসপিএ'র স্পোটর্স কার্নিভাল শুরু ২৭ অক্টোবর

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) সদস্যদের নিয়ে আয়োজন করা হচ্ছে স্পোটর্স কার্নিভাল। আগামী ২৭ অক্টোবর ২০২০ থেকে ৭ নভেম্বর চলবে এই প্রতিযোগিতা। মোট ছয়টি ডিসিপ্লিনের মোট নয়টি ইভেন্টে অংশ নেবেন বিএসপিএ'র সদস্যরা।

ইভেন্টগুলো হলো, ক্যারম একক ও দ্বৈত, টেবিল টেনিস একক ও দ্বৈত, ব্যাডমিন্টন একক ও দ্বৈত, দাবা, শুটিং ও আরচারি। সবকটি খেলা হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও এর সংলগ্ন বিভিন্ন ভেন্যুতে।

২৭ অক্টোবর ২০২০ মঙ্গলবার পল্টনে শহীদ তাজউদ্দিন উডেন ফ্লোর জিমনেশিয়ামে ব্যাডমিন্টন ডিসিপ্লিনের মধ্যে দিয়ে শুরু হবে আসর।

প্রতিবারের মতো এবারো স্পোর্টস কার্নিভালের সেরা ক্রীড়াবিদের হাতে তুলে দেয়া হবে আবদুল মান্নান লাডু ট্রফি ও অর্থ পুরস্কার। ট্রফি থাকছে সেরা দুই রানার্সআপের জন্যও। এছাড়া প্রতিটি ইভেন্টের সেরাদের জন্য ক্রেস্ট ও উপহার থাকবে। বিএসপিএ'র এই আসরে সহায়তা দিচ্ছে দেশের ক্রীড়াবান্ধব শিল্পগোষ্ঠী ওয়ালটন গ্রুপ।

আমারসংবাদ/এমআর