Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

না ফেরার দেশে ক্রীড়া সাংবাদিক হান্নান খান

ক্রীড়া প্রতিবেদক

নভেম্বর ২, ২০২০, ০৫:০৭ পিএম


না ফেরার দেশে ক্রীড়া সাংবাদিক হান্নান খান

রাজশাহীর বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক হান্নান খান না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর আগে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন।

রাজশাহী কলেজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তুখোড় খেলোয়াড় ছিলেন হান্নান খান। এছাড়া তিনি রেডিও এবং টেলিভিশনে ক্রিকেটের ধারা ভাষ্যকার হিসেবে কাজ করতেন।

কর্মজীবনে তার প্রথম সাংবাদিকতার শুরু দৈনিক বার্তা দিয়ে। এরপর ঢাকায় দৈনিক জনকণ্ঠ, খবর, যায় যায় দিনসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেন।

পরে একুশে টেলিভিশন চালু হলে সেখানেও কাজ করেছেন হান্নান খান। এরপর এটিএন বাংলায় সিনিয়র স্পোর্টস এডিটর হিসেবে প্রায় ১৫ বছর কাজ করেছেন।

এদিকে হান্নান খান আশির দশকে সাউথ কোরিয়া অলিম্পিকসহ বিভিন্ন দেশও ভ্রমণ করেছেন। এখন তার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

আমারসংবাদ/জেডআই