Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

রাত ২টায় দেশে ফিরছেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

নভেম্বর ৫, ২০২০, ১০:৩৪ এএম


রাত ২টায় দেশে ফিরছেন সাকিব

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন বাংলাদেশি ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান।

কাতার এয়ারলাইন্স যোগে রাত ২টায় পরিবারসহ তার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তার।

এর আগে, জুয়াড়ির প্রস্তাব গোপন করায় এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন ‘সুপারম্যান’ সাকিব। যা শেষ হয়েছে গত ২৯ অক্টোবর।

এদিকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি আয়োজিত টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার কথা রয়েছে এই অলরাউন্ডারের। সেই লক্ষ্যেই তিনি দেশে ফিরছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)- এর বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার রাত ২টায় কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকায় আসছেন সাকিব। এরপর কোয়ারেন্টিন শেষ করে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তার মাঠে ফেরার কথা রয়েছে। তত দিনে বঙ্গবন্ধু টি–টোয়েন্টি কাপে দল নিশ্চিত হয়ে যাওয়ার কথা তার। তবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার আগে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

এদিকে নিজের ইউটিউব চ্যানেলে দুঃসময়ে পাশে থাকার জন্য ভক্ত-সমথর্কদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাকিব আল হাসান। পারফরম্যান্সের মধ্যদিয়েই এই ভালোবাসার প্রতিদান দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

শ্রীলঙ্কা সফরের প্রস্তুতির জন্য গত সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ছয় মাস পর যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসেছিলেন সাকিব। বিকেএসপিতে প্রায় এক মাসের মতো অনুশীলন করেছেন। পরে শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ায় সেপ্টেম্বরের শেষের দিকে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যান সাকিব।

আমারসংবাদ/জেডআই