Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

তিন সেঞ্চুরিতে বিশাল সংগ্রহের পথে অস্ট্রেলিয়া

ডিসেম্বর ১০, ২০১৪, ০৭:৩১ এএম


তিন সেঞ্চুরিতে বিশাল সংগ্রহের পথে অস্ট্রেলিয়া

  শোককে শক্তিতে রূপান্তরিত করেছে অস্ট্রেলিয়া।মঙ্গলবার অ্যাডিলেড টেস্টের প্রথম দিনে ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরির পর আজ তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন দলটির অধিনায়ক মাইকেল ক্লার্ক ও স্টিভ স্মিথও। আর এই তিন সেঞ্চুরিতে বিশাল সংগ্রহের পথে স্বাগতিকরা। এ প্রতিবেদন লেখার সময় ১১১ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৪৭৩ রান সংগ্রহ করেছে ক্যাঙ্গারুরা। অবশ্য বৃষ্টির কারণে এখন আপাতত খেলা বন্ধ রয়েছে।

সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে ৮৯.২ ওভার ব্যাট করে ছয় উইকেটে ৩৫৮ রান করেছিল অস্ট্রেলিয়া। ব্যক্তিগত ৭২ রানে অপরাজিত ছিলেন স্টিভ স্মিথ। আজ দিনের শুরুতেই তিনি সেঞ্চুরি স্পর্শ করেন। এরপর বৃষ্টি হানা দেয়। তারপর স্থানীয় সময় বিকেলে ফের মাঠে গড়ায় খেলা। তখন সেঞ্চুরি করার কৃতিত্ব দেখান দলটির অধিনায়ক মাইকেল ক্লার্ক। যিনি এই টেস্টে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছিলেন। তবে ফিরেই সেঞ্চুরি তুলে নিয়েছেন সেই তিনি।

১৪০ বলে ১০৯ রান করে এই মুহূর্তে অপরাজিত আছেন ক্লার্ক। অন্যপাশে ২০৪ বলে ১৪২ রান করে অপরাজিত স্টিভ স্মিথ। ২১টি চার মেরেছেন তিনি। ভারতের মোহাম্মদ সামি ও বরুণ অ্যারন দুটি করে উইকেট পেয়েছেন।