Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

তামিম ইকবাল ইনজুরিতে

ডিসেম্বর ২২, ২০১৪, ০৭:৪৮ এএম


তামিম ইকবাল ইনজুরিতে

 হাঁটুর ব্যথা নিয়ে সমস্যায় পড়েছেন বাংলাদেশের হার্ড হিটার ওপেনার তামিম ইকবাল। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের সময় এই ব্যথা পান। প্রাথমিকভাবে গুরুতর কিছু মনে হয়নি। কিন্তু এখন মনে হচ্ছে গুরুতরই এই সমস্যা। একটি সূত্র থেকে জানা গেছে, এই ইনজুরির কারণে মঙ্গলবার শুরু প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগে খেলা হবে না তার।

আজ তার এমআরআই রিপোর্ট পাওয়া যাবে বলে জানা গেছে। সেই রিপোর্টে যদি হাঁটুর সমস্যা প্রবল বলে বোঝা যায়, তাহলে অস্ত্রোপচার লাগতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পেতে অস্ত্রোপচারের পর ৩ থেকে ৪ সপ্তাহ সময় লাগে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানা যায়নি। তবে সত্যি অস্ত্রোপচার লাগলে তামিমের ২০১৫ বিশ্বকাপে খেলার আগে হাতে সময় থাকছে দেড় মাসের একটু বেশি। খাতা কলমের হিসেবে বিশ্বকাপে খেলাটা সেই অর্থে অনিশ্চিত নয়।