Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

ক্রিকেটে নতুন শটের আবিস্কার করলেন মরগ্যান

ডিসেম্বর ২৫, ২০১৪, ০৫:৫৯ এএম


ক্রিকেটে নতুন শটের আবিস্কার করলেন মরগ্যান

  অস্ট্রেলিয়ান ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগব্যাশে খেলতে নেমে নতুন একটি শটের আবিস্কার করলেন ইংল্যান্ডের নবনিযুক্ত অধিনায়ক ইয়ন মরগ্যান।

রোববার সিডনি থান্ডার্সের হয়ে খেলতে নেমে ব্রিসবেন হিটসের বিপক্ষে নতুন এই শটটি ক্রিকেট ডিকশনারিতে যোগ করেন ২৮ বছর বয়সী ক্রিকেটার। অস্ট্রেলিয়ার মিডিয়ায় এই শটকে ‘মরগ্যান কাট’ বলে অভিহিত করা হচ্ছে, যা এক ধরনের লেট কাট।

এর আগে ডগলাস মেরিলিয়ান ভারতের বিপক্ষে মেরিলিয়ান শট খেলে তোলপাড় তুলেছিলেন। কালের যাত্রায় সেই পথে হেঁটেছেন মহেন্দ্র ধোনি, তিলকারত্মে দিলশানরা। বিশ্বকে উপহার দিয়েছেন হেলকপ্টার শট কিংবা দিলস্কূপের। এবার তাতে যোগ হলো মরগ্যান কাট।

নতুন এই শটে জায়গা করে নিতে লেগ স্প্যাম্প থেকে অনেকটা দূরে সরে যান মরগ্যান। বোলার ইংল্যান্ড অধিনায়কের চিন্তাটা ধরে ফেলে। আর বলটা ঠিক মরগ্যানের পা বরাবর ফেলায়। তখন ইংল্যান্ড অধিনায়ক আরো পিছিয়ে গিয়ে লেগ স্প্যাম্পের পাশ দিয়ে নিখুঁত লেট কাট খেলেন।

এই লিংকে গেলে অভিনব শটটি দেখতে পাবেন- https://www.youtube.com/watch?v=i_S5BE0iHGo