Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ হচ্ছে না

জুলাই ১৫, ২০১৫, ০৮:৩৮ এএম


চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ হচ্ছে না

     জল্পনার অবসান৷ চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ বাতিল হয়ে গেছে৷ বুধবার এই সিদ্ধান্ত নিয়েছে টুর্নামেন্টের গর্ভনিং কাউন্সিল৷ বিসিসিআই-সিএসএ-সিএ যৌথভাবে এই টুর্নামেন্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে এসেছে৷ বিসিসিআই একটি বিবৃতিতে জানিয়েছে,‘ এই টুর্নামেন্টের প্রতি মানুষের আগ্রহ হারিয়েছে৷ তাই টুর্নামেন্ট বন্ধ করে দেওয়াই সঠিক সিদ্ধান্ত বলে মনে করলাম আমরা৷’

আইপিএল স্পট ফিক্সিং ইস্যু উঠে আসার পর থেকেই মনে করা হচ্ছিল যে চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ বন্ধ হয়ে যেতে পারে৷ মঙ্গলবারই আইপিএল গড়াপেটা কাণ্ডে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে দু’বছরের জন্য নির্বাসিত করেছে সুপ্রিম কোর্ট নিযুক্ত লোধা কমিশন৷ তার ঠিক পরদিনই এই টুর্নামেন্ট বন্ধ হয়ে গেল৷

সফল ভাবে ছ’টি এডিশন হওয়ার পর বন্ধ হয়ে যাওয়া টুর্নামেন্টের ব্যাপারে বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর বলেছেন,‘ এই সিদ্ধান্ত নেয়াটা অত্যন্ত কঠিন ছিল৷ কারণ ভারতে আইপিএল, অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগ ও দক্ষিণ আফ্রিকার রাম স্ল্যাম টি-২০ সেরা দলগুলিই এই টুর্নামেন্টে অংশ নিত৷

এই প্ল্যাটফর্ম থেকেই শেষ ছ’বছরে প্রচুর ঘরোয়া ক্রিকেটার উঠে এসেছে৷ তাঁদের কাছে এটা ট্যালেন্ট দেখানোর একটা মঞ্চ ছিল৷ কিন্তু দেখা গিয়েছে যে এই টুর্নামেন্টের থেকে মানুষের আগ্রহ ধীরেধীরে কমে গিয়েছে৷ ফ্যানেরা মুখ ফিরিয়েছে৷ আমাদের কর্মাশিয়াল পার্টনারদের সঙ্গে আলোচনা করেই টুর্নামেন্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম৷’