Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

সিরিজ জয়ে রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের

জুলাই ১৬, ২০১৫, ০৬:৩১ এএম


সিরিজ জয়ে রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের

  শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে ওয়ানডে সিরিজ জয়ের পর আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের।

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরুর আগেই রেটিং পয়েন্টে বাড়া-কমার হিসেব দিয়েছিল আইসিসি। সেই হিসেব অনুযায়ী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জেতায় রেটিং পয়েন্ট বেড়ে ৯৬ হয়েছে বাংলাদেশের।

বুধবার চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে উড়িয়ে দেয় মাশরাফি বিন মুর্তজার দল। সিরিজ শুরুর আগে সপ্তম স্থানে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৯৩।

শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলছে র‌্যাঙ্কিংয়ের অষ্টম স্থানে থাকা পাকিস্তান। সিরিজ শুরুর আগে তাদের রেটিং পয়েন্ট ছিল ৮৭। এই সিরিজের ফল যাই হোক, বাংলাদেশকে আর ছাড়াতে পারবে না পাকিস্তান।

ষষ্ঠ স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট এখন ৯৮। অ্যাশেজের পর অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে সিরিজে খারাপ করলে বাংলাদেশের নিচে নেমে যেতে পারে তারা।