Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

মেলবোর্নে অগ্নি পরীক্ষায় ধোনি

ডিসেম্বর ৩০, ২০১৪, ০৮:০৫ এএম


মেলবোর্নে অগ্নি পরীক্ষায় ধোনি

  ভারতের পক্ষে সহজেই ম্যাচ জয়ের আসা জাগিয়েছিলেন বিরাট কোহলি ও অজিঙ্কা রায়ানে। কিন্তু বিরাট কোহলি ৫৪ রানে হ্যারিসের বলে বুমসের কাছে ক্যাস দিয়ে বিদায় নিলেই ভিন্ন দিকে মোড় নেয় ভারতের ব্যাটিং লাইনআপ।

কোহলির বিদায়ের পর মাঠে নামেন পূজারা। তিনি ৭০ বল মোকাবেলা করে ভালই রক্ষণশীলতার পরিচয় দিচ্ছিলেন। কিন্তু দলীয় ১৪১ ও ব্যক্তিগত মাত্র ২১ রানে বিদায় নেন তিনি।  এর পর দলীয় মাত্র ১ রানের ব্যবধানে হাফ সেঞ্চুরি থেকে মাত্র ২ রানে পিছিয়ে থেকে প্যাবিলিওনে ফেরেন অজিঙ্কা রায়ানে।

সর্বশেষ রিপোর্টে ভারতের হাল ধরেছেন অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি ও বোলার রবিন্দ্র চন্দ্র অশ্বিন। মোট ৬ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ এখন ১৫৮ ।  আর জয় পেতে হলে ভারত ২২৬ রান করতে হবে। আর নির্ভরযোগ্য খেলোয়াড়দের মধ্যে মাহেদ্র সিং ধোনিই রয়েছেন।

এখন ধোনি ভারতকে হারের লজ্জা দিতে কিছুতেই চাইবেন না। তাই মেলবোর্নে অগ্নি পরীক্ষায় রয়েছেন ধোনি। এর আগে ২-০ তে সিরিজে এগিয়ে রয়েছে অসিরা। ধোনি যতই চেষ্টা করুক মঙ্গলবারেও মেলবোর্নে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। ভারতকে বাজিমাত দেখানোর জন্য তারা আর চারটি উইকেট নেয়ার জন্য লড়ছে।