Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

রিয়ালকে উড়িয়ে দিল মিলান

ডিসেম্বর ৩১, ২০১৪, ০৬:২১ এএম


রিয়ালকে উড়িয়ে দিল মিলান

   তারকা সমৃদ্ধ রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়ে প্রীতি ম্যাচে দারুণ এক জয় পেয়েছে এসি মিলান। দুবাইয়ে অনুষ্টিত ইউরোপ সেরাদের মঙ্গলবার ইতালিয়ান চ্যালেঞ্জ কাপে সেরা ক্লাব মিলান ৪-২ গোলের বড় ব্যবধানে হারায় ইউরোপ সেরার মুকুট পড়া রিয়াল মাদ্রিদকে।

২০১৪ সালটা দারুণ কেটেছে রিয়াল মাদ্রিদের। মৌসুমের শুরু থেকেই সময়টা ভালো যাচ্ছিল না মিলানের, ঘরোয়া লিগের পয়েন্ট তালিকার ৭ নম্বরে গেছে তারা। অন্যদিকে, সবধরণের প্রতিযোগিতা মিলে টানা ২২ ম্যাচ জেতা রিয়াল আছে দুর্দান্ত ফর্মে। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠেছে তারা, লা লিগায় আছে শীর্ষে। তাছাড়া ক’দিন আগেই তারা জিতেছে ফিফা ক্লাব বিশ্বকাপ। কিন্তু মঙ্গলবার রাতে দুবাইয়ের সেভেন্স স্টেডিয়ামে দেখা গেল ভিন্ন চিত্র।

রিয়াল মাদ্রিদের জালে প্রথম বল জড়ান মেনেজ। নাচোর ভুল পাসের কারণে প্রথমার্ধের ২৪ মিনিটেই এগিয়ে যায় মিলান। ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন স্টিফান এল সারাওয়ে। তবে এর কিছুক্ষন পরই দুর্দান্ত এক শটে গোল করেন রিয়ালের রোনাল্ডো। এর ফলে ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় আনচেলত্তির শিষ্যরা।

দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে আরও এক গোল করে মিলানকে এগিয়ে দেন এল সারাওয়ে। ৭৩ মিনিটে মিলানের জার্সিতে আরও একটি গোল করেন বদলি হিসেবে খেলতে নামা জিয়ামপাওলো পাজ্জিনি। তবে ৮৪ মিনিটে রিয়ালের জার্সিতে আরেকটি গোল করেন করিম বেনজেমা।

নির্ধারিত সময় শেষের ৬ মিনিট আগে ব্যবধান কমায় রিয়াল। ডি বক্সের মধ্যে নাচোকে মিলানের নিয়াং ফাউল করলে পেনাল্টি দেন রেফারি। তা থেকেই লক্ষ্যভেদ করেন বেনজেমা। তবে তাতে আর হার এড়াতে পারেনি তারা।

এর ফলে এসি মিলানের কাছে ৪-২ গোলে হেরেই মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা।