Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় দল ঘোষণা

জানুয়ারি ৭, ২০১৫, ০৬:৫৯ এএম


বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় দল ঘোষণা

  বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় দল ঘোষণা৷ কোচ-ক্যাপ্টেনের মতামতকে গুরুত্ব দিয়ে দলে অক্ষর পটেল ও স্টুয়ার্ট বিনি৷ জায়গা পেলেন না যুবরাজ৷ ধোপে টিকল না শাস্ত্রীর মতামতও৷

মঙ্গলবার মুম্বইয়ে নির্বাচন কমিটির বৈঠকে বোর্ডের ফিজিও নীতিন পটেল জানান, ১০ দিনের মধ্যেই চোট সারিয়ে ফিট হয়ে উঠবেন রবীন্দ্র জাডেজা৷ তারপরই দলে জাডেজার জায়গা পাকা হয়ে যায়৷ বৈঠকের পর এদিন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করেন বিসিসিআইয়ের সচিব সঞ্জয় পটেল৷

তবে, এদিনের বৈঠকেও নাটকের অভাব ছিল না৷ রঞ্জিতে সেঞ্চুরির হ্যাটট্রিকের পর দলে ঢোকার অন্যতম দাবিদার ছিলেন যুবরাজ সিংহ৷ কিন্তু, যুবিকে পছন্দ নয় ধোনির৷ বরং, তাঁর জায়গায় অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের পিচের জন্য একজন পেসার অল রাউন্ডারকে চাইছিলেন কোচ ডানকান ফ্লেচার৷ সেক্ষেত্রে তাঁর প্রথম পছন্দ স্টুয়ার্ট বিনি৷ শেষ পর্যন্ত তাঁর কথাই রইল৷ রবিন উথাপ্পাকে নিয়ে আলোচনা হলেও বেশি ভোট পেলেন অম্বতি রায়ুডুই৷

পাশাপাশি, এদিনের দল নির্বাচনে ফের একবার স্পষ্ট হয়ে গেল ভারতীয় ক্রিকেটের টিম ম্যানেজমেন্টের মেরুকরণ৷ যার এক মেরুতে কোচ-ক্যাপ্টেন৷ অন্য মেরুতে টিম ডিরেক্টর৷ একদিকে রবি শাস্ত্রী৷ তার ঠিক উল্টোদিকে ধোনি ও ফ্লেচার৷

ভিডিও কনফারেন্সে এদিনের বৈঠকে না থাকলেও ওপেনার হিসেবে মুরলী বিজয়কেই তাঁর প্রথম পছন্দ, সেকথা জানিয়ে রেখেছিলেন শাস্ত্রী৷ কিন্তু, সেকথাকে গুরুত্ব দিলেন না ধোনি বা ফ্লেচার৷ শেষ পর্যন্ত ধোপে টিকল না শাস্ত্রীর ইচ্ছে৷ দলে শিখরই৷ মহম্মদ সামি ছাড়া বাংলার আর কোনও প্রাপ্তি নেই৷