Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

ফিফা র‌্যাংকিং-এ বাংলাদেশ ১৬৫তম

জানুয়ারি ৯, ২০১৫, ০৬:২৭ এএম


ফিফা র‌্যাংকিং-এ বাংলাদেশ ১৬৫তম

 

২০১৪ সালে ফিফা র‌্যাংকিং-এ বাংলাদেশের অবস্থান ১৬৫তম। ২০১৩ সালেও বাংলাদেশের একই অবস্থান ছিল।

বৃহস্পতিবার সদ্য বিদায়ী বছরের সর্বশেষ র‌্যাংকিং ঘোষণা করে ফিফা।

গত বছর ফিফা র‌্যাংকিং-এ শীর্ষ তিনস্থান ধরে রেখেছে যথাক্রমে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি, রানার্স-আপ আর্জেন্টিনা ও কলম্বিয়া।  ১০৩ পয়েন্ট নিয়ে র‌্যাংকিং-এর ১৬৫তম স্থানে ছিলো বাংলাদেশ।

২০১৪ সালের বিশ্বকাপ জয় করে জার্মানি। এরপর র‌্যাংকিং-এর শীর্ষে উঠে যায় তারা। আর শীর্ষে থেকেই বছর শেষ করলো জার্মানি। তাদের অর্জিত পয়েন্ট ১৭২৫। দ্বিতীয় স্থানে থেকে বছর শেষ করা বিশ্বকাপের রার্নাস আপ আর্জেন্টিনার সংগ্রহ ছিলো ১৫৩৮ পয়েন্ট। আর ১৪৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কলম্বিয়া।

চতুর্থ থেকে ষষ্ঠ স্থান পর্যন্ত ছিলো যথাক্রমে- বেলজিয়াম, নেদারল্যান্ডস ও ব্রাজিল। আর পয়েন্ট সমান থাকায় টেবিলের সপ্তমস্থানে যৌথভাবে আছে ফ্রান্স ও পর্তুগাল। নবম ও দশমস্থানে ছিলো স্পেন ও উরুগুয়ে।