Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

ঢাকার সকল মাঠ দখলমুক্ত চান এমপি নাহিম রাজ্জাক

নভেম্বর ২৪, ২০২০, ০১:০০ পিএম


ঢাকার সকল মাঠ দখলমুক্ত চান এমপি নাহিম রাজ্জাক

ঢাকা দক্ষিণ সিটি এবং উত্তর সিটি করপোরেশনে যতগুলো মাঠ দখল এবং খেলার অনুপুযোগী হিসেবে পরে আছে সেগুলোর দখলমুক্ত চান ইয়ং বাংলার আহবায়ক ও শরীয়তপুর-৩ আসনের এমপি নাহিম রাজ্জাক। মুজিববর্ষ ফুটসাল টুনামেন্ট-২০২০ এর ফাইনাল ম্যাচে পুরস্কার বিতরনি অনুষ্ঠানে এমন আহবান জানান এই তরুণ নেতা।

নাহিম রাজ্জাক বলেন, ‘দেশের ফুটবল উন্নয়নে রাজধানীসহ দেশের সব এলাকায় ফুটবল আয়োজনের বিকল্প নেই। ক্লাবের মাঠগুলোতে খেলার সুযোগ নেই কেননা সেগুলো ক্লাবের ফুটবলাররা ব্যবহার করে। যারা এমেচার লেভেল তারা মাঠের অভাবে খেলতে পারেনা। মাঠ উদ্ধারে সরকারের পদক্ষেপ নেয়া পাশাপাশি সরকার নিজে মাঠ কিনে সেগুলো সাধারণ ফুটবলারদের দিতে পারে। সেই সাথে সিটি করপোরেশনের কাছে আমার আবেদন তাদের দুই সিটিতে যেই মাঠগুলো পরিত্যাক্ত অবস্থায় পরে আছে সেগুলো যেন তারা উদ্ধার করে খেলার পরিবেশ সৃষ্টি করে।’

মুজিব বর্ষ উপলক্ষে প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি ও জেলা ফুটবল দলের ছেলে-মেয়েদের নিয়ে ফুটসাল ফুটবলের আয়োজন করে ফ্লায়ার্স ইভেন্ট। এই আয়োজন এখন থেকে নিয়মিত হবেও জানায় ফ্লায়ার্স ইভেন্ট। 

নাহিম রাজ্জাক আরো বলেন, ‘ঢাকার ছোট মাঠগুলোকে টার্ফ বসিয়ে মিনি স্টেডিয়ামও বানানো যায়। এমেচার কিংবা পেশাদার ফুটবলার তৈরি করার জন্য ফুটবল খেলতে হলে মাঠের কোন বিকল্প নেই। রাজধানীতে মাঠের সংখ্যা কম নয় । প্রয়োজন এখন সেগুলো খুজে বের করে সেগুলো খেলার উপযোগী করে দেয়া।’

আমারসংবাদ/এমআর