Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

ম্যারাডোনার দেহ চুরির শঙ্কা, কঠোর পুলিশি পাহারার ব্যবস্থা!

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ১, ২০২০, ০৮:৫০ এএম


ম্যারাডোনার দেহ চুরির শঙ্কা, কঠোর পুলিশি পাহারার ব্যবস্থা!

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। অসংখ্য ভক্ত-সমর্থকদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। 

বেল্লা ভিস্তা সিমেট্রিতে বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন এ ফুটবল ঈশ্বর।

তবে তার মরদেহ সমাহিত করার পর এবার সেটা চুরির শঙ্কা করছে আর্জেন্টিনার অভ্যন্তরীণ নিরাপত্তা কর্তৃপক্ষ। ফলে এরই মধ্যে সেখানে পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে। 

বিখ্যাত ব্যক্তিদের মৃতদেহ চুরির চেষ্টার ঘটনা নতুন নয়। ম্যারাডোনার প্রতি সকলের আবেগও অনেক বেশি। মূলত এ কারণেই আর্জেন্টাইন ফুটবল জাদুকরের কবর থেকে তার মরদেহ চুরি হয়ে পারে বলে শঙ্কা করা হচ্ছে। 

এরই মধ্যে বুয়েন্স আয়ার্সের উপশহরে সমাধিস্থল বেল্লা ভিস্তায় ২০০ সশস্ত্র পুলিশি পাহারার ব্যবস্থা করেছে আর্জেন্টিনার অভ্যন্তরীণ নিরাপত্তা কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য সান।

কর্তৃপক্ষ আশঙ্কা করছে, ম্যারাডোনার অন্ধ সমর্থকরা তার সমাধি ভেঙে ফেলতে পারে। এছাড়া প্রিয় তারকার স্মৃতিচিহ্ন হিসেবে তার দেহ কিংবা দেহের কোনো অংশবিশেষ চুরি করতে পারে যে কেউ। এসব কারণেই অন্তত এক সপ্তাহ ম্যারাডোনার সমাধিস্থলকে কঠোর পাহারার ব্যবস্থা করা হয়েছে।

এর আগে ১৯৮৭ সালে আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট হুয়ান পেরনের সমাধি ভেঙে কিছু অন্ধ ভক্ত তার দেহ চুরি করেছিল। ফলে বাস্তবেই এমন কিছু ঘটার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। 

সূত্র: দ্য সান

আমারসংবাদ/জেডআই