Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

অস্ট্রেলিয়ার দর্শকদের উপর ক্ষেপেছেন কোহলি

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ১০, ২০২১, ০৩:৫৫ পিএম


অস্ট্রেলিয়ার দর্শকদের উপর ক্ষেপেছেন কোহলি

ফের দুঃসময়ে ভারতীয় ক্রিকেট দল;  শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও। অস্ট্রেলিয়া সফররত ভারত আরেকটি পরাজয় এড়াতে যখন প্রাণপণে লড়ছে, তখন অস্ট্রেলিয়ার দর্শকরা মেতেছেন বর্ণবাদের ঘৃণ্য চর্চায়। আর এতে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ভারত জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি।

টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন নিয়মে বিরক্ত কোহলি
পিতৃত্বকালীন ছুটিতে থাকা কোহলি এখন ভারতে। সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যানকে তাই মুখ খুলতে হল ভারতে বসেই। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বর্ণবাদ ইস্যুতে দুটি পোস্ট করেছেন কোহলি। দুই পোস্টেই বর্ণবাদের প্রতি ঘৃণা প্রকাশ করে এসব অনাচার বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (১০ জানুয়ারি) দেওয়া প্রথম টুইট বার্তায় কোহলি বলেন, ‘বর্ণগত নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাউন্ডারি লাইনে বারবার এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া করুণ ঘটনা, অভদ্র আচরণের চূড়ান্ত শিখর। মাঠে এমন হতে দেখা সত্যিই কষ্টের।’

এরপর পৃথক আরেক টুইট বার্তায় কোহলি বলেন, ‘এই ঘটনাকে দ্রুততর গুরুত্বের সাথে দেখতে হবে এবং অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনা উচিৎ।’

সিডনিতে চলমান অস্ট্রেলিয়া-ভারত তৃতীয় টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিন মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহসহ ৪ ভারতীয় ক্রিকেটারকে ক্রমাগত উত্যক্ত করছিলেন অজি দর্শকরা। তৃতীয় দিনের খেলা শেষে খেলোয়াড়রা অভিযোগ জানানোর পর বিসিসিআইও আনুষ্ঠানিকভাবে ম্যাচ রেফারির কাছে অভিযোগ জানায়।

তবে তাতেও শুধরাননি দর্শকরা। চতুর্থ দিনের শুরুতেও দর্শকরা সিরাজকে বানর বলে অভিহিত করতে থাকেন। বর্ণবাদী আচরণের অভিযোগ ভারতের খেলোয়াড়রা আম্পায়ারের কাছে অভিযোগ জানান। ম্যাচ রেফারির নির্দেশে পুলিশ ৬ জন দর্শককে গ্যালারি থেকে বের করে দেয়।

আমারসংবাদ/এমআর