Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

স্থগিত বার্সার সভাপতি নির্বাচন

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ১৬, ২০২১, ০৫:৫৫ এএম


স্থগিত বার্সার সভাপতি নির্বাচন

করোনাভাইরাসের কারণে স্থগিত করা হয়েছে বার্সেলোনার সভাপতি পদের নির্বাচন। মহামারীর সৃষ্ট অচলাবস্থার জন্য মার্চের প্রথম সপ্তাহের আগে নতুন নীতি-নির্ধারক পাওয়ার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ক্লাবটির অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্বে থাকা কার্লেস তুসকেটস। 

শুক্রবার (১৫ জানুয়ারি) বার্সার প্রতিনিধিদের সঙ্গে স্থানীয় সরকার এক বিশেষ বৈঠকে মিলিত হয়েছিল। অবশ্য এর একদিন আগেই সেখানে নতুন করে বিধি নিষেধ আরোপ হয়েছে জনসাধারণের ওপর। মহামারির সংক্রমণ রুখতে কাউকেই জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না।

এই পরিস্থিতিতে কবে এই নির্বাচন অনুষ্ঠিত হবে, সে ব্যাপারে কিছুই জানায়নি কর্তৃপক্ষ। 

প্রসঙ্গত, মেসি নাটকের পর প্রবল চাপের মুখে গত অক্টোবরে পদত্যাগ করেন সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। এই পদের জন্য এখন লড়বেন বার্সার সাবেক সভাপতি হুয়ান লেপোর্তা, উদ্যোক্তা ভিক্টর ফন্ত ও সাবেক পরিচালক টনি ফ্রেইক্সা।

আমারসংবাদ/এসএম/জেডআই