Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

করোনামুক্ত মঈন আলী

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ১৭, ২০২১, ০১:৪০ পিএম


 করোনামুক্ত মঈন আলী

বিশ্বজুড়ে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনাভাইরাস। এ মহামারীর কবলে পড়ে ইংল্যান্ড ক্রিকেট দলের অলরাউন্ডার মঈন আলী। অবশেষে করোনা মুক্ত হলেন তিনি। 

রোববার (১৭ জানুয়ারি) গল টেস্টের তৃতীয় দিনের চা-বিরতির সময় সংবাদ আসে মঈন আলী করোনামুক্ত। তখন ইংল্যান্ড ড্রেসিংরুমে বাড়তি আনন্দ দেখা যায়। ১৩ দিনের চিকিৎসা শেষে করোনামুক্ত হলেন ইংলিশ এই অলরাউন্ডার।

শ্রীলংকা সফরে পৌঁছার পরই ইংল্যান্ডের সব ক্রিকেটারের করোনা পরীক্ষা করানো হয়। সেই টেস্টে পজিটিভ আসে ৩৩ বছর বয়সী অলরাউন্ডার মঈন আলীর। তাকে ১০ দিনের কোয়ারেন্টিনে থাকার কথা থাকলেও যুক্তরাজ্যের নতুন ভাইরাসের কথা চিন্তা করে শ্রীলংকান সরকার আরও তিন দিন বাড়িয়ে দেয়।

কোভিড মুক্ত হলেও সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মঈন আলীর খেলা অনিশ্চিত। ১৩ দিন কোয়ারেন্টিনে থাকায় তিনি অনুশীলন করতে পারেননি। যে কারণে দ্বিতীয় টেস্টে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

আমারসংবাদ/এমএস