Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

অবশেষে শাস্তি পেলেন মেসি!

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ২০, ২০২১, ০৫:০৫ এএম


অবশেষে শাস্তি পেলেন মেসি!

আর্জেন্টাইন পেশাদার ফুটবল খেলোয়াড় লিওনেল মেসি। নম্র-ভদ্র হিসেবেই মাঠে এবং মাঠের বাইরে পরিচিত। বার্সেলোনা ক্যারিয়ারে প্রথমবার লাল কার্ড দেখার শাস্তি পেলেন এই তারকা।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুই ম্যাচ তাকে নিষিদ্ধ করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রতিযোগিতা কমিটি।

এর আগে, গত রোববার স্প্যানিশ সুপারকোপা ফাইনালে অ্যাথলেটিক বিলবাওর কাছে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচের শেষ ‍মুহূর্তে লাল কার্ড দেখেন মেসি। বল দখল করতে আসা বিলবাও স্ট্রাইকার আসিয়ের ভিয়ালিব্রেকে ডান হাত পেছনে নিয়ে এসে ধাক্কা দেন বার্সেলোনা অধিনায়ক।

ফাউলের ধরন দেখতে স্প্যানিশ রেফারি জেসুস গিল মানজানো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নেন। পরে লাল কার্ড দেন মেসিকে। এ কারণে ১২ ম্যাচ নিষিদ্ধের আশঙ্কায় ছিলেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী। সেই তুলনায় শাস্তিটা কম পেলেন। মঙ্গলবার এক বৈঠকে বসে প্রতিযোগিতা কমিটি সিদ্ধান্ত নেন, এমন ফাউলের কারণে দুই ম্যাচের নিষেধাজ্ঞা যথেষ্ঠ।

মেসি বার্সা কর্নেয়াকে হারালে আগামী সপ্তাহে কোপা দেল রের শেষ ষোলোতে ফিরতে পারবেন। আর সুপারকোপা ফাইনাল হারের শোধ নিতে ৩১ জানুয়ারি ন্যু ক্যাম্পে বিলবাওর বিপক্ষে দেখা যাবে তাকে।

লিওনেল মেসি পেশাদার ক্যারিয়ারে এর আগে কেবল তিনবার লাল কার্ড দেখেন। দুইবার আর্জেন্টিনার জার্সিতে, ক্লাব পর্যায়ে একবার- ২০০৫ সালের ফেব্রুয়ারিতে পেনা স্পোর্তের বিপক্ষে বার্সা বি দলের হয়ে। তবে সিনিয়র ক্যারিয়ারে ৭৫৩তম ম্যাচে এসে প্রথমবার এমন অভিজ্ঞতা হলো ৩৩ বছর বয়সী সুপারস্টারের।

আমারসংবাদ/এমএস