Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

অবসরে যাচ্ছেন রাজ্জাক-নাফিস 

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২১, ১১:৩৫ এএম


অবসরে যাচ্ছেন রাজ্জাক-নাফিস 

বাংলাদেশ ক্রিকেটের আইকনিক আব্দুর রাজ্জাক ও শাহরিয়ার নাফিস সব ধরণের ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন। 

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এখবর নিশ্চিত করেছেন কোয়াব’র সাধারণ সম্পাদক দেবব্রত পাল।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) মাধ্যমে তারা নিজ নিজ ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা দিবেন।

অবসর প্রসঙ্গে রাজ্জাক বলেছেন, খুব সম্ভবত কাল নেব (অবসর)। এটা তো ক্রিকেট বোর্ডের নিয়মই কোনো দায়িত্বে আসলে অবসর নিতে হবে।

উল্লেখ্য, বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০০ উইকেট শিকারের রেকর্ড রয়েছে রাজ্জাকের। তাঁর উইকেট সংখ্যা ৬৩৪টি। আর লিস্ট 'এ' ক্রিকেটে তাঁর উইকেট সংখ্যা ৪১২টি। জাতীয় দলের হয়ে ১৫৩ ওয়ানডে ম্যাচে তিনি দখল করেছেন ২০৭ উইকেট। ১৩ টেস্টে তাঁর শিকার ২৮ উইকেট। ৩৪ টি-টোয়ন্টি ম্যাচে তিনি শিকার করেছেন ৪৪ উইকেট।

এ ছাড়া নাফিস ২৪ টেস্টে করেছেন ১ হাজার ২৬৭ রান। ৭৫ ওয়ানডেতে ৩১.৪৪ গড়ে তাঁর নামের পাশে রয়েছে ২ হাজার ২০১ রান।

আমারসংবাদ/এমএস