Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

৬৬ বছরের রেকর্ড ভাঙল ইংল্যান্ড 

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ১৪, ২০২১, ০৯:২৫ এএম


 ৬৬ বছরের রেকর্ড ভাঙল ইংল্যান্ড 

ইংল্যান্ডের দারুণ বোলিংয়ে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩২৯ রানে গুটিয়ে যায় ভারত। একইসঙ্গে গড়েছে একটি বিশ্ব রেকর্ড। টেস্ট ইতিহাসে এটিই দলীয় সর্বোচ্চ ইনিংস, যেখানে নেই কোনো অতিরিক্ত রান।  

চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে ৯৫.৫ ওভার বোলিং করেছে ইংল্যান্ড। এত ওভার করেও ইংলিশ বোলারই কোন ওয়াইড দেননি। এমনকি পুরো ইনিংসে ছিল না কোন নো বল বা লেগ বাই রান। ৩২৯ রানে তাদের থামিয়ে ৬৬ বছরের পুরানো রেকর্ড ভেঙেছে ইংল্যান্ড। টেস্টে এক ইনিংসে অতিরিক্ত ছাড়া সর্বোচ্চ রান এতদিন ছিল ৩২৮।

১৯৫৫ সালে পাকিস্তানের বিপক্ষে সেই রেকর্ড গড়েছিল ভারত। টেস্টে অতিরিক্ত ছাড়া তিনশ ছাড়ানো রান এই দুটিই। দুইশর বেশি আছে আরও সাতটি, এর চারটিই ইংল্যান্ডের।

দ. আফ্রিকাকে ১৯৩১ সালে ২৫২ ও ১৯৬০ সালে ২৪৭ রানে থামায় তারা। ১৮৯২ সালে অস্ট্রেলিয়াকে থামায় ২৪৭ রানে। ২০১৯ সালে হ্যামিল্টনে বাংলাদেশকে ২৩৪ রানে গুটিয়ে দেয় নিউ জিল্যান্ড। এর আট বছর আগে ঢাকায় স্বাগতিকদের ২৩১ রানে গুটিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ।  

১৯৬২ সালে পাকিস্তানের ৬ উইকেটে ২১৬ রানে অতিরিক্ত থেকে কোনো রান দেয়নি ইংল্যান্ড। এর ১০ বছর পর পাকিস্তানকে ২০০ রানে থামায় অস্ট্রেলিয়া। 

আমারসংবাদ/এমএস