Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে সমতা আনলো ভারত 

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ১৬, ২০২১, ১১:৪০ এএম


ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে সমতা আনলো ভারত 

ঘরের মাঠে প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের তেতো স্বাদ পায় ভারত। দ্বিতীয় টেস্টে স্পিনারদের বদৌলতে সিরিজে সমতায় ফিরলো বিরাট কোহলি নেতৃত্বাধীন দলটি।

সাড়ে তিন দিনেই ইংল্যান্ডকে কুপোকাত করে দিলেন রবিচন্দ্রন অশ্বিনরা। চেন্নাইয়ে প্রথম টেস্টে ২২৭ রানে হারে স্বাগতিক ভারত। দ্বিতীয় টেস্টে দারুণ প্রত্যাবর্তন। ৩১৭ রানে দ্বিতীয় টেস্ট জিতে চার টেস্টের সিরিজে সমতায় ফিরলো কোহলি বাহিনী।

রানের নিরিখে এটি ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সবচেয়ে বড় জয়। একই সঙ্গে এটি ভারতের পঞ্চম সর্বোচ্চ রানের টেস্ট জয়।

দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন অশ্বিনের দুরন্ত সেঞ্চুরির পর চেন্নাইয়ে ভারতের জয়টা শুধু সময়ের অপেক্ষা ছিল। প্রথম ইনিংসে ১৯৫ রানে এগিয়ে থাকার সুবাদে ইংল্যান্ডের সামনে ৪৮২ রানের টার্গেট দেয় ভারত। টেস্ট ইতিহাসে এতো বড় টার্গেট তাড়া করে কোনো দল জয় পায়নি।

ভারতের স্পিনের বিরুদ্ধে ১৬৪ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন মঈন আলী। ৯ নম্বরে ব্যাট করতে নেমে ১৮ বলে পাঁচটি ছয় ও তিনটি বাউনন্ডারির সাহায্যে ঝড়ো ইনিংসটি খেলেন তিনি। ইংল্যান্ড ইনিংসের সর্বোচ্চ পার্টনারশিপ আসে দশম উইকেটে। স্টুয়ার্ট ব্রডকে নিয়ে ১৯ বলে ৩৮ রান যোগ করেন মঈন।

ইংনিসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ক্যাপ্টেন জো রুটের ৩৩ রান। ইংল্যান্ডের পাঁচ ব্যাটসম্যান দু’অংকের রানে পৌঁছতে পারেননি। অভিষেক টেস্টেই ৬০ রানের বিনিয়ে পাঁচ উইকেট নেন বাঁ-হাতি স্পিনার অক্ষর প্যাটেল। তিন উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। দুই উইকেট পান কুলদীপ যাদব। ম্যাচ সেরা হন রবিচন্দ্রন অশ্বিন।

আমারসংবাদ/এমএস