Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

আইপিএলে মুশফিকের মূল্য কত?

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২১, ০৬:৪০ এএম


আইপিএলে মুশফিকের মূল্য কত?

চেন্নাইয়ে আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের নিলাম শুরু হয়েছে। ১৪তম আসরের নিলামে নাম তুলেছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। 

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে ১৪তম আসরের নিলাম। নিলামের পুরো আয়োজন হবে চেন্নাইয়ে, যা শুরু হবে স্থানীয় সময় দুপুর ৩টায়। 

নিলামে মুশফিকের ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি। উইকেটরক্ষকদের মধ্যে মুশফিকের চেয়ে বেশি ভিত্তিমূল্য আছে শুধু স্যাম বিলিংসের, ২ কোটি রুপি।

মুশফিক ছাড়াও নিলামে আছেন আরও ৪ জন বাংলাদেশি। তারা হলেন- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফউদ্দিন। এদের মধ্যে সাকিব ২ কোটি, মুস্তাফিজ ১ কোটি, রিয়াদ ৭৫ লাখ এবং সাইফউদ্দিন ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন।

নিলামে নাম লেখানো ক্রিকেটারদের বড় অংশই অবশ্য দল পাবেন না। যদি প্রতি দলে ২৫ জন করে ক্রিকেটার নিয়ে স্কোয়াড সাজানো হয়, তাহলে নিলাম থেকে দল পাবেন ৬১ জন ক্রিকেটার।

মহামারি করোনাভাইরাসের কারণে আইপিএলের সর্বশেষ আসর শুরু হয়েছিল অনেক দেরিতে। ভাইরাস সংক্রমণের ভয়ে তটস্থ বিসিসিআই নিজ দেশেও আসর আয়োজনের সাহস করেনি। তাই ১৩তম আসর মাঠে গড়িয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। তবে নতুন আসর নিজ দেশেই আয়োজন করবে বিসিসিআই। 

আমারসংবাদ/এমএস