Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

আজ থেকে মাঠে গড়াচ্ছে পিএসএল

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২১, ০৯:০০ এএম


আজ থেকে মাঠে গড়াচ্ছে পিএসএল

মহামারি করোনাভাইরাসের আক্রমণের পর এবারই প্রথমবারের মতো মাঠে বসে খেলা উপভোগ করতে যাচ্ছেন পাকিস্তানি দর্শকরা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। দেখা যাবে পিটিভি স্পোর্টসে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) স্বাগতিক করাচি কিংস ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসর।

পাকিস্তান সুপার লিগের ম্যাচগুলোতে স্বল্প পরিসরে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ধারণক্ষমতার ২০ ভাগ দর্শক আজ মাঠে খেলা উপভোগ করতে পারবেন। তবে তাদের সামাজিক দূরত্ব মেনে মুখে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে।

আজ করাচির ন্যাশনাল স্টেডিয়ামে খেলা দেখতে পারবেন ৭ হাজার ৫০০ জন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা তুলনামূলকভাবে কম হওয়ায় সেখানকার ম্যাচগুলোতে মাঠে ঢুকতে পারবেন সাড়ে ৫ হাজার দর্শক।

উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদ বলেন, এটা খুব ভালো খবর যে আমরা দীর্ঘদিন পর নিজেদের দর্শকদের সামনে খেলতে পারব।

করোনার সময়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দুটি আন্তর্জাতিক সিরিজ সফলভাবে আয়োজন করেছে। প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকা। তবে সেই ম্যাচগুলোতে দর্শক প্রবেশের অনুমতি ছিল না।

পিসিবির চেয়ারম্যান এহসান মানির বলেন, কোভিড-১৯ এবং ক্রিকেট একসঙ্গেই হতে পারে, যদি আমরা সঠিক প্রটোকল মেনে চলতে পারি।

আমারসংবাদ/এমএস