Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

ভ্যাকসিন নেননি ৫ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২১, ১০:৪০ এএম


ভ্যাকসিন নেননি ৫ ক্রিকেটার

বাংলাদেশে করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। অগ্রাধিকার বিবেচনায় ক্রিকেটারদের করোনার ভ্যাকসিন গ্রহণের সুযোগ করে দেওয়া হয়েছিল। তবুও ভ্যাকসিন নেননি ৫ ক্রিকেটার।

চলতি মাসেই নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা। সেই সফরের দলে যারা আছেন তাদের ভ্যাকসিন গ্রহণের ক্ষণ নির্ধারিত ছিল ১৮ ও ১৯ ফেব্রুয়ারি। তবে এই সময়ে ৫ ক্রিকেটার ভ্যাকসিন নেননি। তাদের মধ্যে আছেন দুই সিনিয়র ক্রিকেটারও।

টিকা না নেওয়া ক্রিকেটাররা হলেন, টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত ও শেখ মেহেদী হাসান।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, আগেও বলেছি, আমরা মনে করি এটা একটা ভালো সুযোগ। সরকার আমাদের যে সুযোগ করে দিয়েছে তা আমাদের সবারই গ্রহণ করা জরুরি। ভ্যাকসিন নিলেই যে শতভাগ নিরাপদ থাকবেন তা না, তবে এক ধাপ এগিয়ে গেলাম। পরবর্তীতে স্বাস্থ্যবিধি মেনে চললে হয়ত আমরা একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত নিরাপদ থাকতে পারব।

আমারসংবাদ/এমএস