Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

পিএসএল থেকে বিদায় নিলেন রশিদ খান 

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ২৩, ২০২১, ০৭:১০ এএম


পিএসএল থেকে বিদায় নিলেন রশিদ খান 

আফগানিস্তানের উদীয়মান ক্রিকেটার রশিদ খান। জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের আসন্ন টেস্ট সিরিজের জন্য পিএসএল থেকে বিদায় নিতে হবে এই সুপারস্টারকে। ফলে পুরো আসরে আফগান তারকা ক্রিকেটারকে পাবে না লাহোর।

আগামী ২রা মার্চ থেকে আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে আফগানিস্তান। এর আগেই আফগানিস্তান দলের সাথে যোগ দিবেন রশিদ।

কালান্দার্সের হয়ে পিএসএল অভিষেকে বল হাতে উইকেট না পেলেও বেশ মিতব্যয়ী ছিলেন আফগান লেগি। ৪ ওভারে দিয়েছেন মাত্র ১৪ রান। এরপর দলের বিপর্যয়ে ব্যাটিং এসে ১৫ বলে ২৭ রানের টর্নেডো ইনিংস খেলে দলকে এনে দিয়েছেন দূর্দান্ত এক জয়।

রশিদ ছাড়াও পাকিস্তান মাতাতে এসেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, কাইস আহমেদ, নূর আহমেদরা। তবে আফগানিস্তানের টেস্ট স্কোয়াডে না থাকায় তাদের আপাতত ফিরতে হচ্ছে না। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭ মার্চ শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজের জন্য পিএসএল ছাড়তে হবে নবী এবং মুজিবকে।

জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তান স্কোয়াড: আসগর আফগান (অধিনায়ক), জাভেদ আহমাদি, রহমত শাহ, হাস্মাতুল্লাহ শাহিদি, ইব্রাহিম জাদরান, নাসির জামাল, আব্দুল মালিক, মুনির আহমেদ, সহিদুল্লাহ কামাল, বাহির মাহবুব শাহ, রশিদ খান, আমির হামজা, ফজল হক ফারুকী, সৈয়দ আহমেদ শিরজাদ, সেলিম সাফি, ওয়াফাদার মোমান্দ, জিয়া উর রহমান আকবর, ইয়ামিন আহমদজাই।

আমারসংবাদ/এমএস