Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪,

হাফিজের সঙ্গে অবিচার করছে পিসিবি: মঈন খান

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ২৭, ২০২১, ০২:৫০ পিএম


হাফিজের সঙ্গে অবিচার করছে পিসিবি: মঈন খান

পাকিস্তানি খোলোয়াড় মোহাম্মদ হাফিজ। তার বয়সের কোটা ৪০ ছুঁয়েছে, বুড়ো বয়সেও টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের সেরা পারফর্মার এই ক্রিকেটারের।

দুর্দান্ত পারফর্ম করার পরও তাকে কেন্দ্রীয় চুক্তিতে ‘সি’ ক্যাটাগরিতে রেখেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যে কারণে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। হাফিজকে ‘সি’ ক্যাটাগরিতে রাখায় পিসিবির সমালোচনা করেছেন দেশটির সাবেক কিপার-ব্যাটসম্যান মঈন খান। 

টি-টোয়েন্টি ক্রিকেটে একজন অভিজ্ঞ ও সেরা পারফর্মার হওয়ার পরও তাঁকে নিম্নতম ক্যাটাগরিতে রাখায় পিসিবির চুক্তি ফিরিয়ে দিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ইনস্টাগ্রামে দেয়া এক বার্তায় হাফিজের সঙ্গে পিসিবির এমন আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মঈন খান।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'মোহাম্মদ হাফিজ ‘এ’ ক্যাটাগরিতে চুক্তির দাবি রাখে। ‘সি’ ক্যাটাগরিতে রেখে পিসিবি তার প্রতি ন্যায়সঙ্গত আচরণ করেনি, যেখানে আজহার আলি ও ইয়াসির শাহ এক ফরম্যাটে খেলে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে। একজনের বিরুদ্ধে এটা পক্ষপাতমূলক আচরণ।'

আমারসংবাদ/এমএস