Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

যে কারণে মিরপুরে এসেছে রাজস্থান রয়্যালসের কর্মকর্তারা

স্পোর্টস ডেস্ক

মার্চ ৪, ২০২১, ১০:৫৫ এএম


যে কারণে মিরপুরে এসেছে রাজস্থান রয়্যালসের কর্মকর্তারা

মিরপুরে শেরেবাংলা স্টেডিয়াম পরিদর্শনে আজ বৃহস্পতিবার আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দল রাজস্থান রয়্যালসের কর্মকর্তারা এসেছেন। 

এই কর্মকর্তারা মূলত বাংলাদেশে একটি একাডেমী বানাতে চায়। সেই লক্ষ্যেই বাংলাদেশ সফরে এসেছেন তারা। যদিও এটি এখনও ভাবনা চিন্তার মধ্যেই রয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নে তারা উদগ্রীব হয়ে আছে।

এ প্রসঙ্গে রাজস্থান রয়্যালসের চেয়ারপার্সন রণজিৎ বারঠাকুর গণমাধ্যমকে বলেছেন, 'বাংলাদেশে আমরা একটি একাডেমী করতে চাই। যার নাম হবে রয়্যাল একাডেমি। যদিও এটি এখনো ভাবনার মধ্যে আছে। তবে পরিকল্পনা বাস্তবায়নে আমরা উদগ্রীব হয়ে আছি।'

তারা মাঠ এবং স্টেডিয়ামের অনুশীলন সুবিধাদি ঘুরে দেখেছেন। রাজস্থানের পরিদর্শক দলের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারাও।

করোনাভাইরাসের বৈশ্বিক সংক্রমণের কারণে আইপিএলের গত আসর অনুষ্ঠিত হয়েছে আরব আমিরাতে। তবে এবারের আসর ঘরের মাঠে আয়োজনের ব্যাপারে আশাবাদী ভারত। আইপিএলের ভেন্যু হিসেবে বিবেচনায় আছে চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কলকাতা, আহমেদাবাদ এবং দিল্লী।
 
আমারসংবাদ/এমএস