Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪,

ক্রিকেটারদের ওপর চাপ কমাতে হবে : ম্যাশ  

স্পোর্টস ডেস্ক

মার্চ ৬, ২০২১, ০৪:৪০ এএম


ক্রিকেটারদের ওপর চাপ কমাতে হবে : ম্যাশ  

আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিকেটারদের উপর চাপটা একটু বেশি থাকে। মিডিয়ার চাপ, ভালো খেলার চাপ, সঙ্গে সমর্থকদের প্রত্যাশার চাপ। সব চাপ নিয়েই ক্রিকেটারদের স্বাভাবিক খেলাটা খেলতে হয়। তবে বাইরে থেকে দল কিংবা ক্রিকেটারদের অযথা চাপ দেয়া উচিত নয় বলে জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।

তিনি বলেন, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বর্তমানে নিউজিল্যান্ডে অবস্থান করছে টাইগাররা। প্রতিপক্ষের জন্য নিউজিল্যান্ডের কন্ডিশন বরাবরই চ্যালেঞ্জিং। এমন কঠিন একটি সিরিজে খেলছেন না সাকিব আল হাসান। যে কারণে সফরটি বাংলাদেশের জন্য আরও কঠিন হতে যাচ্ছে। 

যদিও দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। তিনি মনে করেন, ক্রিকেটারদের অতিরিক্ত চাপ না দিয়ে সাপোর্ট করলে নিউজিল্যান্ডের মাটিতেও ভালো করা সম্ভব।

এ প্রসঙ্গে মাশরাফি বলেন, 'আমরা সবাই জানি নিউজিল্যান্ড খুবই কঠিন কন্ডিশন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে, অবশ্যই তার সঙ্গে সাকিব নেই, তাতে আরও কঠিন হতে যাচ্ছে। কিন্তু যাওয়ার আগে যেভাবে কথা বলেছে সেটা খুবই ইতিবাচক। আমার বিশ্বাস যে ইনশাআল্লাহ ভালো করবে। সবাই আশা করছে বাংলাদেশ দল নিউজিল্যান্ডে আছে ভালো করবে।' 

তিনি আরও বলেন, 'আমার কাছে মনে হয় না দলকে অযথা বেশি চাপ দেওয়া উচিত। আমরা সবাই জানি কঠিন কন্ডিশন। ওখানে আমরা যদি এখান থেকে ভালোভাবে সাপোর্ট দিই, সাপোর্টের অবশ্যই বিভিন্ন ধরন আছে। সুতরাং ওই চাপটা থেকে যদি ওদের মুক্ত করে দেই তাহলে আমি নিশ্চিত যে তারা ভালো খেলতে পারবে।'

দলের সঙ্গে যারা আছে তাঁদের সবার ভালো করার সক্ষমতা আছে বলে বিশ্বাস মাশরাফির। তিনি বলেন, 'হার জিত অবশ্যই আছে, আমার বিশ্বাস ওরা ভালো করবে যদি আমরা চাপটা ওদের ওপর কমিয়ে দেই। আমার কাছে মনে হয় যে দল আছে ওখানে, যথেষ্ঠ সক্ষম ভালো খেলার জন্য। কিন্তু সবাই তো হিসেব করে আপনি ম্যাচ জিতছেন না হারছেন। সেই সক্ষমতাও আছে কিন্তু আমাদের চাপ কমাতে হবে আর কি।'

আমারসংবাদ/এমএস